ডোকলামে হেলিপ্যাড বানাচ্ছে চিনা সেনা, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের

প্রায় ৪ হাজার কিলোমাটার জুড়ে ভারত-চিন সীমান্তের উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা বলে জানান নির্মালা সীতারমন। এ দিকে পেন্টাগনও জানিয়েছে, পাকিস্তানে সেনা ঘাঁটি তৈরি করেছে চিন

Updated By: Mar 6, 2018, 02:23 PM IST
ডোকলামে হেলিপ্যাড বানাচ্ছে চিনা সেনা, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ডোকলামে ফের তত্পর চিনের 'পিপল'স লিবারেশন আর্মি' (পিএলএ)। ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, সেনার পরিমাণ বাড়াচ্ছে চিন। এ ছাড়া ডোকলামে নতুন করে সেনা ঘাঁটি, হেলিপ্যাড তৈরি করছে বলে সোমবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন।

আরও পড়ুন- মাঝ আকাশে পর্ন দেখে উত্তেজিত, বিমানসেবিকার সঙ্গে অসভ্যতা বাংলাদেশি যুবকের

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ডোকলামে সমান দূরত্বে অবস্থান করছে দু'দেশের সেনা। কিন্তু খাতায় কলমে ভারত সেনা পরিমাণ কমালেও চিনের তরফে তা লক্ষ করা যায়নি বলে অভিযোগ তুলেছে প্রতিরক্ষামন্ত্রক।

আরও পড়ুন- কম বয়সে মা হওয়াতে এগিয়ে ফিলিপিন্স, রিপোর্ট রাষ্ট্র সংঘের

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, গত জুনে দক্ষিণ ডোকালামে জামফেরি এলাকায় চিনের রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছিল ভারত। ডোকলামে ৭৩ দিন ধরে চলা অস্থিরতা কাটাতে দু'দেশ সমঝোতায় ফিরলেও আখরের কোনও ফল হয়নি। বার বার চিনের তরফ থেকে আগ্রাসনী ভূমিকা দেখা গিয়েছে। এ বার একেবারে ভারতের নাকের ডগায় সেনা ঘাঁটি, হেলিপ্যাড তৈরি করছে।

আরও পড়ুন- পাইথন কত ওজনের খাদ্য এক নিমিষে গিলতে পারে দেখুন

প্রায় ৪ হাজার কিলোমাটার জুড়ে ভারত-চিন সীমান্তের উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা বলে জানান নির্মলা সীতারমন। এ দিকে পেন্টাগনও জানিয়েছে, পাকিস্তানে সেনা ঘাঁটি তৈরি করেছে চিন। সে ক্ষেত্রে ডোকলামে নতুন করে চিনা সেনার তত্পরতায় কপালে ভাঁজ পড়েছে ভারতের এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- চিন থেকে নির্বাসিত অক্ষর 'এন'

.