বঙ্গ-বন্ধু চিন
বাংলাদেশকে দু-হাজার চারশো কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে চিন। আজ ঢাকায় এ নিয়ে চুক্তি সই করেছে দু-দেশ। পাকিস্তানের পর বাংলাদেশে বিশাল অঙ্কের চিনা বিনিয়োগ, দিল্লিকে চাপে রাখার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ওয়েব ডেস্ক: বাংলাদেশকে দু-হাজার চারশো কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে চিন। আজ ঢাকায় এ নিয়ে চুক্তি সই করেছে দু-দেশ। পাকিস্তানের পর বাংলাদেশে বিশাল অঙ্কের চিনা বিনিয়োগ, দিল্লিকে চাপে রাখার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পাকিস্তানের পর এ বার বাংলাদেশ। ভারতকে ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। বাংলাদেশের জন্য আর্থিক সাহায্যের ঝুলি নিয়ে ঢাকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত বছর ঢাকা সফরে বাংলাদেশকে দুশো কোটি মার্কিন ডলার ঋণ সাহায্যের কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এ বার শেখ হাসিনাকে দু-হাজার চারশো কোটি মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদ্যুত উত্পাদন, সড়ক ও রেল যোগাযোগ, গভীর সমুদ্র বন্দর, তথ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে পঁচিশটি প্রকল্পে ঢাকার সঙ্গে চুক্তি সই করল বেজিং।
আরও পড়ুন- এবার ঘরেও বেশ চাপে পাকিস্তান, সুর চড়াচ্ছে পাক সংবাদমাধ্যম
কাশগড় থেকে পাক-অধিকৃত কাশ্মীর হয়ে গদর বন্দর পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরি করছে চিন। কূটনীতিতে কোনও দেশকে কাছে টানতে আর্থিক সাহায্যের ঝুলি নিয়ে হাজির হওয়া পুরনো রীতি। পাকিস্তানের পর ঢাকাকে ঋণ সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বেজিং সেই পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উরিতে পাক-মদতপুষ্ট সন্ত্রাসের প্রতিবাদে দিল্লির পাশে দাঁড়িয়ে ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করেছে বাংলাদেশ। তারপরই পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চিন, ঢাকার জন্য বিশাল অঙ্কের ঋণ সাহায্য নিয়ে হাজির হওয়ায় উপমহাদেশে কূটনৈতিক উত্তাপ বাড়ছে। এসবের মধ্যেই শনিবার ব্রিকস সম্মেলনে রাশিয়ার সঙ্গে বহু কোটি টাকার ক্ষেপণাস্ত্র চুক্তি সই করছে ভারত।