ভারত নয়, দুর্নীতির কারণেই ভেস্তে যাবে সিপেক

Updated By: Oct 13, 2017, 03:46 PM IST
ভারত নয়, দুর্নীতির কারণেই ভেস্তে যাবে সিপেক

নিজস্ব প্রতিবেদন: ভারত নয় দুর্নীতিই চিন পাকিস্তান ইকনমিক করিডরের জন্য সবচেয়ে বড় সংকট বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষক তথা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পানস মউরদউকোউটাস। ফোর্বস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সম্প্রতি তিনি লিখেছেন, "এই প্রকল্পটিতে উভয় পক্ষের দুর্নীতির কারণেই বাড়তি খরচ এবং অধিক সময় লাগছে। চিন সামগ্রিকভাবে প্রকল্পটির পরিকল্পনা এবং নির্মাণের কাজ করছে আর পাকিস্তানের ঘাড়ে রয়েছে চিনা পরিকল্পনা সঠিকভাবে রূপায়ন ও দেখভালের দায়িত্ব।"

কিন্তু বাড়তি সময়ের জন্য যে অতিরিক্ত খরচ লাগছে তার ফলে চিনের কাছে পাকিস্তানের আর্থিক ঋণ বেড়ে চলেছে প্রতিদিন। এমনিতেই বর্তমানে সরকারি ঋণ, মূল খাতে ঘাটতি এবং বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান। এরফলে পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছেও 'মাথা নিচু' করতে হবে বলে পানসের অভিমত। পানস বলেন, এই প্রকল্পে বিনিয়োগ করা বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ইতিমধ্যেই এত বিলম্বের কারণে ভ্রু কোঁচকাতে শুরু করেছে। ফলে, চিন যতই আন্তর্জাতিক আর্থিক মানচিত্রে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করুক, এই প্রয়াস শেষ পর্যন্ত দানা বাঁধবে না বলেই তাঁর অনুমান।

.