আস্ত অ্যানাকোন্ডার পেটের মধ্যে ঢুকে সুড়সুড়ি দিয়ে ফিরে এলেন পল
এ যেন শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমন পর্বের মত। একেবারে জলজ্যান্ত অ্যানাকোন্ডার পেটের মধ্যে গিয়ে ঘুরে এলেন পরিবেশবিদ পল রোসোলি। আমাজনের জঙ্গলে গিয়ে এমনই কাণ্ড ঘটলানে পল। ক্যামেরা নিয়ে অ্যানকোন্ডার পেটের ভিতর ছবিও তুললেন।
ওয়েব ডেস্ক: এ যেন শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমন পর্বের মত। একেবারে জলজ্যান্ত অ্যানাকোন্ডার পেটের মধ্যে গিয়ে ঘুরে এলেন পরিবেশবিদ পল রোসোলি। আমাজনের জঙ্গলে গিয়ে এমনই কাণ্ড ঘটলানে পল। ক্যামেরা নিয়ে অ্যানকোন্ডার পেটের ভিতর ছবিও তুললেন।
আমাজনের জঙ্গল দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়ে গোটা বিশ্বকে অবগত ও সচেতন করতেই এই অদ্ভুতেড়ে কাণ্ড ঘটলানে পল। অ্যানাকোন্ডার ডিনার হতে চেয়েছিলেন, নিজের পারদর্শীতাতেই বেঁচে ফিরলেন। কিন্তু কীভাবে? ক্যামেরা থেকে উদ্ধার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ধরনের কার্বন ফাইবার স্যুট পরে সাপের পেটে প্রায় মিনিট ৪৫ থাকার পর সুস্থ অবস্তায় বেরিয়ে এলেন পল। এই স্যুটের গায়েই লাগানো ছিল ভিডিও ক্যামেরা। ক্যামেরাতেই ধরা পড়ল অ্যানাকোন্ডাকে সুড়সুড়ি দিচ্ছেন পল।
অ্যামাজনের গভীর জঙ্গলে টানা ৬০দিন ঘাঁটি করে পড়ে থাকার পর ২০ ফুট লম্বা এক মেয়ে অ্যানাকোন্ডার পেটের মধ্য যাওয়ার সিদ্ধান্ত নেন পল। দশ বছরেরও বেশি সময় ধরে আমাজনের বন্যপ্রাণ রক্ষার আন্দোলন লড়ছেন তিনি।