প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ক্যামেরনের, ইস্তফাপত্র গ্রহণ করলেন রানি

ব্রেক্সিটের ধাক্কায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন ডেভিড ক্যামেরন। তাঁর স্থলাভিসিক্ত হলেন টেরেসা মে। ক্যামেরনের ইস্তফাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে স্বীকার করেছে ব্রিটিশ রাজ পরিবার।

Updated By: Jul 14, 2016, 12:04 AM IST
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ক্যামেরনের, ইস্তফাপত্র গ্রহণ করলেন রানি

ওয়েব ডেস্ক : ব্রেক্সিটের ধাক্কায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন ডেভিড ক্যামেরন। তাঁর স্থলাভিসিক্ত হলেন টেরেসা মে। ক্যামেরনের ইস্তফাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে স্বীকার করেছে ব্রিটিশ রাজ পরিবার।

গতমাসে গণভোটের পর ইউরো থেকে ব্রিটেনের বিদায় নিশ্চিত হওয়ার পরই ক্যামেরন ঘোষণা করেছিলেন, তিনি প্রদানমন্ত্রীত্ব পদ ছাড়বেন। কারণ, ইউরোতে থাকার পক্ষপাতী ছিলেন তিনি। সূত্রের খবর, আজ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে নিজের ইন্তফাপত্র পেশ করেন ক্যামেরন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

এদিকে, নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার পর আজকের নৈশভোজে যোগ দেন তিনি। সেখানে ছিল হরেক রকমের ভারতীয় খাবার। আর তিনি স্বপরিবারে ভারতীয় থাবারই খান বলে খবর।

.