কুরবানির ইদের পর বাংলাদেশের রাস্তায় লাল জলের স্রোত!

কুরবানির ইদে মাতল বাংলাদেশ। আজ পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই আজকের এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়।

Updated By: Sep 14, 2016, 07:25 PM IST
কুরবানির ইদের পর বাংলাদেশের রাস্তায় লাল জলের স্রোত!

ওয়েব ডেস্ক: কুরবানির ইদে মাতল বাংলাদেশ। আজ পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কুরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কুরবানি হয়। সেই থেকেই আজকের এই পবিত্র দিনে পশু কুরবানির প্রচলন হয়।

ইদ উপলক্ষ্যে আজ দেশজুড়ে ইদের জামাত করছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। ইদের আগেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জলে আটকে পড়ে। এর মাঝেও মানুষ কোরবানির ইদে মাতেন। আর তাতেই নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ছবি দেখা যায়। ছবিটি টুইটারে পোস্ট করেছেন রিস এডওয়ার্ড নামের এক ব্যক্তি। যিনি নিজেকে রাষ্ট্রসংঘের কর্মী বলে পরিচয় দিয়েছেন। তারই ক্যামেরায় ধরা পড়ল কোরবানির ইদের পর বাংলাদেশের ঢাকার রাস্তায় এমন রক্তাক্ত ছবি।

 

Tags:
.