ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ  ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তের বান্দা আকে ও সুমাত্রা অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

Updated By: Jan 11, 2012, 09:53 AM IST

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তের বান্দা আকে ও সুমাত্রা অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার সমুদ্রের ২৯ কিলোমিটার গভীরে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই ইন্দোনেশিয়ায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা । ২০০৪-এ সমুদ্রগর্ভে ভূকম্পনের ফলেই ভয়াবহ সুনামি হয়। সেই সুনামির প্রভাব পড়েছিল ভারতের দক্ষিণ-পূর্ব উপকূল সহ গোটা পশ্চিম এশিয়ায়। মারা গিয়েছিল প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষ।

.