পৃথিবীর একমাত্র দেশের জাতীয় পতাকা যেখানে, তাদের ম্যাপ আঁকা থাকে!

আমাদের ভারতের জাতীয় পতাকা বারবার তো দেখেন। সত্যিই তেরঙা বড্ড সুন্দর। বিশ্বের অনেক দেশের জাতীয় পতাকাই তো দেখেছেন। কিন্তু ভারতের জাতীয় পতাকা সবার মাঝেও কী সুন্দর দেখতে লাগে না? কত গর্ব আমাদের ওই জাতীয় পতাকা নিয়ে। সেটাই তো ঠিক। প্রত্যেকটা দেশই তাদের জাতীয় পতাকা নিয়ে গর্ব করবে।

Updated By: Apr 2, 2016, 04:44 PM IST
 পৃথিবীর একমাত্র দেশের জাতীয় পতাকা যেখানে, তাদের ম্যাপ আঁকা থাকে!

ওয়েব ডেস্ক: আমাদের ভারতের জাতীয় পতাকা বারবার তো দেখেন। সত্যিই তেরঙা বড্ড সুন্দর। বিশ্বের অনেক দেশের জাতীয় পতাকাই তো দেখেছেন। কিন্তু ভারতের জাতীয় পতাকা সবার মাঝেও কী সুন্দর দেখতে লাগে না? কত গর্ব আমাদের ওই জাতীয় পতাকা নিয়ে। সেটাই তো ঠিক। প্রত্যেকটা দেশই তাদের জাতীয় পতাকা নিয়ে গর্ব করবে।

এই জাতীয় পতাকা নিয়ে একটা তথ্য দিই। সারা পৃথিবীতে একমাত্র সাইপ্রাসের পতাকায় শুধু দেশের ম্যাপের ছবি আঁকা থাকে!হ্যাঁ, আর কোনও দেশের জাতীয় পতাকাতে শুধুমাত্র তাদের দেশের মানচিত্র আঁকা থাকে না কিন্তু। কেমন মজার তথ্য তাই না!

এই তথ্যটি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.