বাংলাদেশেই চলছে ভারতীয় জাল নোট ছাপার কারবার
পাকিস্তান নয়। বাংলাদেশেই চলছে ভারতীয় জাল নোট ছাপার কারবার। মুর্শিদাবাদে ৪০টি ২০০০ টাকার জালনোট সহ ধৃত আজিজুর রহমানকে জেরা করে এমনটাই সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। বাংলাদেশের স্ট্যাম্পপেপারের কাগজ ব্যবহার করেই তৈরি হয়েছে জালনোট। সন্দেহ গোয়েন্দাদের।
ওয়েব ডেস্ক: পাকিস্তান নয়। বাংলাদেশেই চলছে ভারতীয় জাল নোট ছাপার কারবার। মুর্শিদাবাদে ৪০টি ২০০০ টাকার জালনোট সহ ধৃত আজিজুর রহমানকে জেরা করে এমনটাই সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। বাংলাদেশের স্ট্যাম্পপেপারের কাগজ ব্যবহার করেই তৈরি হয়েছে জালনোট। সন্দেহ গোয়েন্দাদের।
আজিজুরের কাছ থেকে উদ্ধার হওয়া জালনোটের মান দেখেও বিস্মিত দুঁদে গোয়েন্দারা। নতুন নোটের ১৭টি সুরক্ষা চিহ্নের ৯০ শতাংশই হুবহু নকল করে ফেলেছে জাল নোটের কারবারিরা।
আরও পড়ুন- আকাঙ্ক্ষার পর বিকাশও ছিল তার টার্গেটে, জেরায় স্বীকার উদয়নের
এদিকে, নোট বাতিলের সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক চাপানউতোর থামার কোনও চিহ্নই নেই। বরং ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাড়িয়েছে এই নোট বাতিল।