বড়দিনের আগে গ্রিসে উত্সবের মেজাজ
বড়দিনের আগে গ্রিসে উত্সবের মেজাজ। এথেন্সের রাস্তায় লালের ছোঁয়া। সান্তার সাজে ছুটল ছেলে থেকে বুড়ো। বাদ ছিল না শিশুরাও। এথেন্সের ডাউনটাউনে জনতার ভিড়। সকাল থেকে সান্তার বেশে হাজির ছেলে-মেয়ে সহ সব বয়সের মানুষ। কেন? Annual Santa Run। তিন বছরে পা দিল এই দৌড়। যার মূল লক্ষ্য অর্থ সংগ্রহ।
ওয়েব ডেস্ক: বড়দিনের আগে গ্রিসে উত্সবের মেজাজ। এথেন্সের রাস্তায় লালের ছোঁয়া। সান্তার সাজে ছুটল ছেলে থেকে বুড়ো। বাদ ছিল না শিশুরাও। এথেন্সের ডাউনটাউনে জনতার ভিড়। সকাল থেকে সান্তার বেশে হাজির ছেলে-মেয়ে সহ সব বয়সের মানুষ। কেন? Annual Santa Run। তিন বছরে পা দিল এই দৌড়। যার মূল লক্ষ্য অর্থ সংগ্রহ।
শুধু বড়রাই নয়। সঙ্গীতের তালে তালে ছোটদের সঙ্গে সান্তার সাজে ছুটল বাড়ির পোষ্যরাও। আড়াই কিলোমিটার যেতে কেউ সময় নিলেন এক ঘণ্টা তো কেউ আরও বেশি। অনেকে আবার মাঝ পথেই হাল ছেড়ে দিলেন।
আরও পড়ুন- জমে বরফ আমেরিকা
এবছর সান্তার রানে অংশ নিলেন প্রায় ১ হাজার মানুষ। তারজন্য প্রত্যেককে দিতে হল ১০ ইউরো। সংসদ ভবনকে পিছনে ফেলে, ছুটলেন সকলে। যাঁরা দৌড়ননি, তাঁদের উত্সাহেও খামতি ছিল না। হাততালি দিয়ে, চিয়ার আপ করলেন প্রিয়জনদের। দৌড় শেষে প্রত্যেকের জন্য ছিল উপহার। এবছরের সংগ্ররহীত অর্থ শিশুদের চিকিত্সার জন্য স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।