দুবাই থেকে আমস্টারডামগামী ফ্লাই এমিরেটসের বিমান মমতাময় হয়ে উঠল

বিমানকর্মীরা কেউ চিনতেন না। তবু নিমেষে দুবাই থেকে আমস্টারডামগামী ফ্লাই এমিরেটসের EK ‍149 বিমান মমতাময় হয়ে উঠল। মমতার উপস্থিতিতে ক্লান্তিকর বিমান যাত্রা ভরে উঠল হাসি ঠাট্টায়।  মুখ্যমন্ত্রীকে দেখে ,তাঁর ব্যবহারে আপ্লুত  বিমানকর্মীরা। তাঁরা ঘিরে ধরেন মুখ্যমন্ত্রীকে। মমতাকে কেক উপহার দেন বিমানকর্মীরা। দুবাই থেকে ওড়া বিমানে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে এগিয়ে আসেন  যাত্রীরাও। সবাইকে সঙ্গে নিয়ে ছবি তোলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jun 20, 2017, 09:18 AM IST
দুবাই থেকে আমস্টারডামগামী ফ্লাই এমিরেটসের বিমান মমতাময় হয়ে উঠল

ওয়েব ডেস্ক: বিমানকর্মীরা কেউ চিনতেন না। তবু নিমেষে দুবাই থেকে আমস্টারডামগামী ফ্লাই এমিরেটসের EK ‍149 বিমান মমতাময় হয়ে উঠল। মমতার উপস্থিতিতে ক্লান্তিকর বিমান যাত্রা ভরে উঠল হাসি ঠাট্টায়।  মুখ্যমন্ত্রীকে দেখে ,তাঁর ব্যবহারে আপ্লুত  বিমানকর্মীরা। তাঁরা ঘিরে ধরেন মুখ্যমন্ত্রীকে। মমতাকে কেক উপহার দেন বিমানকর্মীরা। দুবাই থেকে ওড়া বিমানে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে এগিয়ে আসেন  যাত্রীরাও। সবাইকে সঙ্গে নিয়ে ছবি তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন পর্তুগালে ভয়াবহ দাবানল, গাড়ির মধ্যে জীবন্ত পুড়ে মারা গেলেন অন্তত ২৪জন

প্রসঙ্গত, বিশ্ব মানচিত্রে বঙ্গ উদয়। রাষ্ট্রসংঘের ডাকে নেদারল্যান্ডস গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেগ শহরে পাবলিক সার্ভিস ফোরামে আমন্ত্রিত তিনি। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলি রাষ্ট্রসংঘের মনোনয়ন পেয়েছে। পশ্চিমবঙ্গ সেরার শিরোপা পেলে তা গোটা দেশের পক্ষেই গর্বের বিষয় হবে।বিশ্বের কোথায় জন পরিষেবায় কী সাফল্য আসছে এটা তা তুলে ধরার একটা আন্তর্জাতিক মঞ্চ। সহজ ভাষায় এটাই রাষ্ট্রসংঘের বিশ্ব জনসেবা ফোরাম। মনোনয়নের সময় নজর দেওয়া হয় ৩টি বিষয়ের ওপর।

আরও পড়ুন  'ফ্রেঞ্চ টেক ভিসা'র মাধ্যমে বিশ্ব মেধা-উদ্যোগকে আমন্ত্রণ ম্যাখোর

.