রোহিঙ্গা জঙ্গিদের হাতে নিহত হিন্দুদের গণকবর আবিষ্কার করল মায়ানমার সেনা

Updated By: Sep 25, 2017, 09:20 AM IST
রোহিঙ্গা জঙ্গিদের হাতে নিহত হিন্দুদের গণকবর আবিষ্কার করল মায়ানমার সেনা

ওয়েব ডেস্ক: মায়ানমারের রাখাইন প্রদেশে মিলল ২৮ জন হিন্দুর গণকবর। রবিবার এই গণকবর আবিষ্কারের পর মায়ানমার সেনার দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের হাতে খুন হয়েছেন এই হিন্দুরা। মৃতদেহগুলির বেশ কয়েকটি মহিলা ও শিশুর। 

মায়ানমার সরকারের দাব রাখাইন প্রদেশে দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সেখানে বসবাসরত হিন্দুরা। গত ২৫ অগাস্ট এই জঙ্গিরাই রাখাইন প্রদেশের এই জঙ্গিরাই সেদেশের সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালায়। রবিবার রাখাইনে হিন্দুদের গণকবর উদ্ধার হলেও সেখানে পৌঁছতে পারেননি কোনও সাংবাদিক। ফলে মায়ানমার সেনার দাবির সত্যতা ‌যাচাই সম্ভব হয়নি। 

গত ২৫ অগাস্ট মায়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে পুলিশ ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা। এর পর পালটা অভি‌যান শুরু করে মায়ানমার সেনা। এর পরই ঘরবাড়ি ছাড়তে শুরু করে রোহিঙ্গারা। এখনো প‌র্যন্ত ৪.৩০ লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই এলাকায় বসবাসকারী প্রায় ৩০,০০০ হিন্দু ও বৌদ্ধকেও ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। 

 

.