এমিরেটস-এ বাদ পড়ল হিন্দু মিল

এমিরেটস কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানায়,  এই সিদ্ধান্ত বলবত্ হওয়ার পর ফের মতামত নেওয়া হবে যাত্রীদের কাছে থেকে। নিজেদের পছন্দ মতো আমিষ এবং নিরামিষ পদ বেছে নিতে পারবেন হিন্দু যাত্রীরা

Updated By: Jul 4, 2018, 06:02 PM IST
এমিরেটস-এ বাদ পড়ল হিন্দু মিল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: তালিকা থেকে ‘হিন্দু মিল’ বাদ দিল এমিরেটস বিমান সংস্থা। যাত্রীদের মতামত নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় বিমান সংস্থাটি। হিন্দু মিলের পরিবর্তে এ বার দেশ এবং আঞ্চলিক সংস্কৃতির নানা নিরামিষ পদের সম্ভার থাকবে।

আরও পড়ুন- সিরিয় সেনার গুলিতে নিহত আইসিস নেতা বাগদাদির ছেলে

এমিরেটস কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানায়,  এই সিদ্ধান্ত বলবত্ হওয়ার পর ফের মতামত নেওয়া হবে যাত্রীদের কাছে থেকে। নিজেদের পছন্দ মতো আমিষ এবং নিরামিষ পদ বেছে নিতে পারবেন হিন্দু যাত্রীরা। কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের পছন্দ বিচার করে সেফদের দিয়েই রান্না করা হয়। দেশের সংস্কৃতি, ধর্মের কথা মাথায় রেখেই বানানো হয় এই সব পদ।

আরও পড়ুন- ট্রাম্প ভুল! মার্কিন প্রেসিডেন্টকে থামালেন ডাচ প্রধানমন্ত্রী

নিরামিষ খাদ্যাভ্যাস যাঁদের রয়েছে কথা মাথা রেখে  জৈন মিল, কোশের মিলের ব্যবস্থাও রয়েছে। তবে,  ‘হিন্দু মিল-র ব্যবস্থা রয়েছে এখনও অনেক বিমান সংস্থাতেই।    

.