ম্যান্ডেলাকে প্রকৃত গান্ধীবাদী বললেন মনমোহন সিং, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ওবামার

জননায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। ম্যান্ডেলাকে প্রকৃত গান্ধীবাদী বললেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ৯ ডিসেম্বর পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ প্রেসিডেন্ট বারাক ওবামা।

Updated By: Dec 6, 2013, 12:50 PM IST

জননায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। ম্যান্ডেলাকে প্রকৃত গান্ধীবাদী বললেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ৯ ডিসেম্বর পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রণব মুখার্জি, "ম্যান্ডেলা বিশ্বের নেতা, মনুষ্যজাতির অনুপ্রেরণার প্রতীক ছিলেন। ভারতের কাছের বন্ধু ছিলেন ম্যান্ডেলা। দুই দেশের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে ম্যান্ডেলার অবদান সারা জীবন মনে থাকবে। সারা পৃথিবী সেই অবদানের সাক্ষী।" দুই দেশের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে তোলার জন্য ১৯৯০ সালে ভারতরত্ন দেওয়া হয় ম্যান্ডেলাকে।

মনমোহন সিং, "ভাবনা ও কর্মদ্যোমে ম্যান্ডেলা একজন প্রকৃত গান্ধীবাদী ছিলেন। একটা বিভাজিত দুনিয়ায় ম্যান্ডেলা ছিলেন সাম্যের প্রতীক। উনি বিশ্বে চেতনার প্রতিভূ ছিলেন।"

চিনের বিদেশ মন্ত্রকের মুখাপাত্র হং লেই, চিনের অনেক পুরনো বন্ধু ম্যান্ডেলা।

প্রিন্স উইলিয়ামস, ম্যান্ডেলার মৃত্যু খুবই দুঃখজনক।

আন্তর্জাতিক রাগবি বোর্ডের চেয়ারম্যান ল্যাপাজেট, "নতুন দক্ষিণ আফ্রিকা তৈরি করেছিলেন ম্যান্ডেলা। আফ্রিকায় রাগবি টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছেন ম্যান্ডেলা। উনি বিশ্বকে বদলে দিয়েছেন। আমরা গর্বিত।"

টাইম ম্যাগাজিনে আয়ারল্যান্ড থেকে রক গায়ক লিখেছেন, "ম্যান্ডেলাকে ছাড়া দক্ষিণ আফ্রিকা কোনওদিন তার সেরা সময় দেখতে পেত না। ম্যান্ডেলার অবদান হিসেবে বাঁধা যায় না।"

.