রাষ্ট্রপুঞ্জের কর তহবিলে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়ে ইতিহাসে ভারত

বিশ্বের প্রথম দেশ হিসাবে রাষ্ট্রপুঞ্জের কর তহবিলে স্বেচ্ছায় ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের 'ফান্ড ফর ইন্টারন্যাশানাল কর্পোরেশন ইন ট্যাক্স ম্যাটার'-এ জমা পড়ল ভারতের এই আর্থিক অনুদান। ২০০৬ সালে তৈরি হওয়ার পর থেকে এই ফান্ড মূলত উল্লয়নশীল দেশগুলিকে কর বিষয়ক আলোচনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য উত্সাহিত করতে ব্যবহৃত হয়। কিন্তু এখনও পর্যন্ত নিজ ইচ্ছায় এগিয়ে এসে কোনও দেশ মুক্ত হস্তে এই তহবিলে কোখনও দান করেনি। ফলে ভারতের এই অর্থ সাহায্য আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। সংস্থার হাতে এদিন ভারত অনুদানের চেক তুলে দিয়ে আশা প্রকাষ করেছে যে, আগামী দিনে অন্যান্য রাষ্ট্রও এগিয়ে আসবে স্বেচ্ছায়।

Updated By: Jun 29, 2017, 08:34 PM IST
রাষ্ট্রপুঞ্জের কর তহবিলে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়ে ইতিহাসে ভারত

ওয়েব ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসাবে রাষ্ট্রপুঞ্জের কর তহবিলে স্বেচ্ছায় ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের 'ফান্ড ফর ইন্টারন্যাশানাল কর্পোরেশন ইন ট্যাক্স ম্যাটার'-এ জমা পড়ল ভারতের এই আর্থিক অনুদান। ২০০৬ সালে তৈরি হওয়ার পর থেকে এই ফান্ড মূলত উল্লয়নশীল দেশগুলিকে কর বিষয়ক আলোচনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য উত্সাহিত করতে ব্যবহৃত হয়। কিন্তু এখনও পর্যন্ত নিজ ইচ্ছায় এগিয়ে এসে কোনও দেশ মুক্ত হস্তে এই তহবিলে কোখনও দান করেনি। ফলে ভারতের এই অর্থ সাহায্য আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। সংস্থার হাতে এদিন ভারত অনুদানের চেক তুলে দিয়ে আশা প্রকাষ করেছে যে, আগামী দিনে অন্যান্য রাষ্ট্রও এগিয়ে আসবে স্বেচ্ছায়।

.