অস্ত্র আমদানিতে ভারতই বিশ্বে প্রথম, বলছে রিপোর্ট

অস্ত্র আমদানিকারী দেশগুলির মধ্যে গত পাঁচ বছরে ভারতই বিশ্বে প্রথম। 'স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইনস্টিটিউট' (SIPRI)-এর সোমবার প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এই তালিকায় ভারতের অনেকটা পিছনে রয়েছে পাকিস্তান ও চিন। এই রিপোর্ট অনুসারে, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্ব অস্ত্র বাজারের প্রায় ১৩ শতাংশ আমদানি করেছে ভারত। আর এই অস্ত্র ভারত মূলত কিনেছে রাশিয়ার থেকে।

Updated By: Feb 21, 2017, 10:39 AM IST
অস্ত্র আমদানিতে ভারতই বিশ্বে প্রথম, বলছে রিপোর্ট

ওয়েব ডেস্ক: অস্ত্র আমদানিকারী দেশগুলির মধ্যে গত পাঁচ বছরে ভারতই বিশ্বে প্রথম। 'স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইনস্টিটিউট' (SIPRI)-এর সোমবার প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এই তালিকায় ভারতের অনেকটা পিছনে রয়েছে পাকিস্তান ও চিন। এই রিপোর্ট অনুসারে, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্ব অস্ত্র বাজারের প্রায় ১৩ শতাংশ আমদানি করেছে ভারত। আর এই অস্ত্র ভারত মূলত কিনেছে রাশিয়ার থেকে।

এবার এক ঝলকে জেনে নিন বিশ্ব অস্ত্র বাজার সম্পর্কে কয়েকটা তাত্‍পর্যপূর্ণ তথ্য-

  • আমেরিকাই বিশ্বে সবচেয়ে বেশি পরিমান অস্ত্র রফতানি করে।
  • চিন বিদেশ থেকে অস্ত্র কেনার পরিমান কমিয়ে দিয়ে নিজেদের দেশেই সফলভাবে যুদ্ধাস্ত্র তৈরির চেষ্টা করছে।
  • ভারত এখনও অস্ত্রের জন্য রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইজরায়েল এবং দক্ষিণ কোরিয়ার উপর নির্ভরশীল।
  • ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ভারত অস্ত্র আমদানির হার ৪৩ শতাংশ বাড়িয়েছে যা চিন ও পাকিস্তানের থেকে অনেক বেশি।
  • ভারতের পরেই সৌদি আরব। এই দেশটিই দ্বিতীয় সর্ববৃহত্‍ অস্ত্র আমদানিকারী দেশ।

আরও পড়ুন- আফগানিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক' পাকিস্তানের

.