আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত

Updated By: Sep 27, 2017, 03:45 PM IST
আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত

ওয়েব ডেস্ক : কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারত। কিন্তু আরেক আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'গ্লোবাল কম্পিটিটিভনেস' নিয়ে ২০১৭-১৮ সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, আগের অবস্থান থেকে একধাপ নেমে এসেছে ভারত। উল্টোদিকে পাকিস্তান এগিয়েছে বা উপরে উঠে এসেছে ৭ ধাপ। ১৩৭টি দেশকে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে ডব্লিউইএফ। 

আরও পড়ুন, নবম শ্রেণির অঙ্কেই ফেল বিহারের অঙ্কের অধ্যাপক, লিখলেন 'ট্রাঙ্গাল'

রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের স্কোরই সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ভারত। গত বছর অবশ্য ভারত ১৬ ধাপ উপরে উঠে এসেছিল। ৫৫ থেকে উঠে এসেছিল ৩৯ নম্বরে। কিন্তু এখন আবার একধাপ নেমে ভারতের অবস্থান ৪০-এ। আর পাকিস্তান রয়েছে ১১৫ নম্বর স্থানে। গত বছর পাকিস্তান ছিল ১২২ নম্বরে।

১২টি ক্যাটেগরির উপর ভিত্তি করে তৈরি হয় এই 'গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্স'। ১২টি ক্যাটেগরির প্রত্যেকটিকে বলা হয়, 'পিলার্স অফ কম্পিটিটিভনেস'। প্রতিষ্ঠান, পরিকাঠামো, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, দক্ষ শ্রমিকের বাজার, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত তত্পরতা ও আরও বিভিন্ন বিষয় রয়েছে এই ১২টি ক্যাটেগরির মধ্যে।

আরও পড়ুন, দেবীকে তুষ্ট করতে অর্ধ উলঙ্গ কিশোরীদের রাত কাটাতে হয় পুজারীদের সঙ্গে!

.