দুই ভারতীয় ব্যবসায়ীর কোটি টাকার রত্ন ছিনতাই প্যারিস মেট্রোর সামনে

প্যারিসের মধ্য নাইন্থ অ্যারনডিসমেন্ট যে ছিনতাইবাজের ঘটনা ঘটেছে এটি হিরে ব্যবসার এলাকা বলে পরিচিত। এই এলাকায় একাধিক বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

Updated By: Mar 3, 2018, 11:31 AM IST
দুই ভারতীয় ব্যবসায়ীর কোটি টাকার রত্ন ছিনতাই প্যারিস মেট্রোর সামনে

নিজস্ব প্রতিবেদন: দুই ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২.৪০ কোটি টাকার রত্নসামগ্রী ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। সোমবার প্যারিস মেট্রো স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন- খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে পুরনো উল্কির

ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মিটিং শেষ করে ফিরছিলেন ওই দুই রত্ন ব্যবসায়ী। মেট্রো স্টেশনের আচমকাই রত্ন ভর্তি ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। তদন্তে নেমেছে ফ্রান্সের পুলিস। পুলিস জানিয়েছে, ব্যাগে বহুমূল্যের রত্ন ছিল। তবে এর মধ্যে হিরে ছিল না বলে দাবি পুলিসের। পরিকল্পনা করেই এই ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের।

আরও পড়ুন- সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সরবরাহের অভিযোগ উড়িয়ে দিল কিমের দেশ

প্যারিসের মধ্য নাইন্থ অ্যারনডিসমেন্ট যে ছিনতাইবাজের ঘটনা ঘটেছে এটি হিরে ব্যবসার এলাকা বলে পরিচিত। এই এলাকায় একাধিক বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় মার্কিন মডেল কিম কার্দাশিয়ানের বহু মূল্যের আংটি চুরি যায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- চিনা কন্ডোম মাপে ছোট, দেশিয় প্রযুক্তিতে কন্ডোম তৈরিতে জোর জিম্বাবয়ের স্বাস্থ্যমন্ত্রীর

.