ফের ভারতীয় ছাত্র খুন মার্কিন বিশ্ববিদ্যালয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ভারতীয় ছাত্র। দেহ শনাক্ত না হলেও প্রাথমিকভাবে জানান হয়েছে নিহত ছাত্রের নাম কে শেষাদ্রি রাও। বৃহস্পতিবার রাতে তাঁকে হোস্টেলের ঘর থেকে জোর করে বাইরে টেনে এনে গুলি করে মারা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে অভিযোগের তির উঠেছে নিহতের সহপাঠীদের দিকে।

Updated By: Apr 21, 2012, 11:05 AM IST

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ভারতীয় ছাত্র। দেহ শনাক্ত না হলেও প্রাথমিকভাবে জানান হয়েছে নিহত ছাত্রের নাম কে শেষাদ্রি রাও। বৃহস্পতিবার রাতে তাঁকে হোস্টেলের ঘর থেকে জোর করে বাইরে টেনে এনে গুলি করে মারা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে অভিযোগের তির উঠেছে নিহতের সহপাঠীদের দিকে।
স্থানীয় দৈনিক বোস্টন গ্লোব-এ প্রকাশিত খবরে জানান হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় অ্যালস্টন স্ট্রিটে গুলিবিদ্ধ দেহ পরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিস। তাঁর পায়ে ও মাথায় বুলেটের ক্ষত রয়েছে।
ওড়িশার বাসিন্দা শেষাদ্রি রাও এমবিএ করতে বোস্টন বিশ্ববিদ্যালয় যান। শুক্রবার বিকেলে ভারতীয় কনসাল জেনেরলের পক্ষ থেকে পরিবারকে তাঁর মৃত্যুসংবাদ জানান হয়।
নিহতের বাবা, কে সুধাকর রাও, সংবাদমাধ্যমকে জানান, বোস্টনের কনসাল জেনেরল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৃতদেহ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথাবার্তা চালাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তের ক্ষেত্রে পুলিসের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়।

.