আজ তোতলামির বিরুদ্ধে সচেতনতা দিবস, অঙ্গীকার করুন কারও তোতলামোতে হাসবেন না

আজ ২২ অক্টোবর। কলকাতায় দুর্গাপুজোর নবমী এবং দশমীর রেশ। কিন্তু গোটা পৃথিবী আজ পালন করছে আরও একটা বিশেষ দিন। কী সেটা?

Updated By: Oct 22, 2015, 03:08 PM IST
আজ তোতলামির বিরুদ্ধে সচেতনতা দিবস, অঙ্গীকার করুন কারও তোতলামোতে হাসবেন না

ওয়েব ডেস্ক: আজ ২২ অক্টোবর। কলকাতায় দুর্গাপুজোর নবমী এবং দশমীর রেশ। কিন্তু গোটা পৃথিবী আজ পালন করছে আরও একটা বিশেষ দিন। কী সেটা?
আজ আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস। আমার - আপনারই অথবা আমাদের আশেপাশের অনেকেই তোতলা হন।
কথা বলতে পারাটাই বোধহয় মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে। কিন্তু কিছু মানুষ সেই কথাটা ঠিকভাবে বলতে পারে না। তাদের জিভে আড়ষ্টতা থাকে।
না, আমরা তাদের প্রতি খুব কম সময়ই সহমর্মী হই। বরং, একা কিংবা সবার সামনে সুযোগ পেলেই আমরা তাদের নিয়ে হাসাহাসি করি। তাদেরকে অসম্মান করি। এটাই কি আমাদের আচরণ হওয়া উচিত?
বোধহয় না। সেইজন্যই আজকের দিন অর্থাত্‍ ২২ অক্টোবর নিয়ম করে তোতলামির সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বোঝানোর চেষ্টা করা হয়, এটা একটা সাময়িক রোগ শুধু। ঠিকমতো চিকিত্‍সা করলেই এই রোগ সেরে যায়।
আজ দশমীতে একটা অঙ্গীকার করুন না, আর কখনও কারও তোতলামিতে হাসাহাসি করবেন না।

.