মার্কিন সেন্ট্রাল কমান্ডের ইউ টিউব, টুইটার পেজ হ্যাক করল ISIS

  মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের ইউ টিউব  ও টুইটার পেজ হ্যাক করার অভিযোগ। ইসলামিক স্টেটের সমর্থক বা ISIS-এর তরফে মার্কিন সেনার সোশ্যাল মিডিয়া সাইট গুলি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সেন্টাল কমান্ডের দুটি পেজই সাসপেন্ড করে দেওয়া হয়েছে।  ইউ টিউবও টুইটেরে পেজ দুটিতে বেশ কিছু গোপন তথ্য প্রকাশ করা হয়েছে।

Updated By: Jan 13, 2015, 11:17 AM IST
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ইউ টিউব, টুইটার পেজ হ্যাক করল ISIS

ওয়াশিংটন:  মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের ইউ টিউব  ও টুইটার পেজ হ্যাক করার অভিযোগ। ইসলামিক স্টেটের সমর্থক বা ISIS-এর তরফে মার্কিন সেনার সোশ্যাল মিডিয়া সাইট গুলি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সেন্টাল কমান্ডের দুটি পেজই সাসপেন্ড করে দেওয়া হয়েছে।  ইউ টিউবও টুইটেরে পেজ দুটিতে বেশ কিছু গোপন তথ্য প্রকাশ করা হয়েছে।

টুইটার অ্যাকাউন্টের কভার পিকচার ও প্রোফাইল পিকাচার বদলে দেওয়া হয়েছে। কালো রঙের ছবিতে একটি মুখ। লেখা রয়েছে "CyberCaliphate' ISIS জঙ্গিদের সমর্থনে লেখা রয়েছে, "I love you ISIS'.

মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

 

.