ধেয়ে আসছে প্রকাণ্ড গ্রহাণু! ভয় নেই পৃথিবীর, জানাল নাসা

Updated By: Aug 18, 2017, 05:28 PM IST
ধেয়ে আসছে প্রকাণ্ড গ্রহাণু! ভয় নেই পৃথিবীর, জানাল নাসা

ওয়েব ডেস্ক : আকারে বিরাট। কয়েক মাইল তার ব্যাস। বেরিয়ে যাবে পৃথিবীর পাশ দিয়ে। এই পর্যন্ত পরেই চমকে উঠবেন না। কারণ ভয়ের কিছু নেই। আশ্বস্ত করা হয়েছে নাসার তরফে।

১ সেপ্টেম্বর পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে এক গ্রহাণু। পৃথিবীর থেকে প্রায় ৭০ লাখ কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে গ্রহাণুটি। ফলে রক্ষা পাবে পৃথিবী। নাসা জানিয়েছে, এরফলে পৃথিবীর কোনও ক্ষতি হবে না।

পৃথিবীর কাছাকাছি যেসকল গ্রহাণু রয়েছে, তারমধ্যে অ্যাস্টরয়েড ফ্লোরেন্স সবচেয়ে বড়। নাসার স্পিত্জার স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্রহাণু।

আরও পড়ুন, মহাকাশে 'ক্যুরিয়র' করে পাঠানো হল আইসক্রিম

.