লাস ভেগাসের 'খলনায়ক' স্টিফেন প্যাডক আদতে কে?

Updated By: Oct 3, 2017, 02:25 PM IST
লাস ভেগাসের 'খলনায়ক' স্টিফেন প্যাডক আদতে কে?

ওয়েব ডেস্ক:  স্টিফেন প্যাডক। ৬৪ বছরের শেতাঙ্গ বৃদ্ধ। এই বয়সেই মাত্র নয় সেকেন্ডেই লাশের স্তূপ জমিয়ে দিল লাস ভেগাসে।  হয়ে উঠল আমেরিকার বন্দুকবাজের হামলার ইতিহাসে ‘সব চেয়ে ভয়ঙ্কর’ পর্বের কাণ্ডারী। আইসিস দাবি করেছিল, সম্প্রতি প্যাডক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যদিও তার প্রমাণ পায়নি পুলিস। তবে কেন এই বয়সে এসে অবাধ হত্যালীলা চালাল সে? হিসাবরক্ষকের পেশা কেনই বা ছেড়ে দিল প্যাডক?  কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি সত্যিই কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সে?  ইতিমধ্যেই পুলিসের হাতে এসেছে বেশ কিছু তথ্য, যা রোমহর্ষকও বটে।

১.  স্টিফেন প্যাডক নেভাডার মেসকুইটে রিটায়ারমেন্ট কমিউনিটিতে বাস করত।

২. প্যাডকের সঙ্গেই থাকত ৬২ বছরের প্রৌঢ়া ম্যারিলো ড্যানলি।

৩. প্যাডক একটা সময়ে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করত।

৪. ব্যক্তিগত বিমানচালনার অভিজ্ঞতা ছিল তার। শিকারের লাইসেন্সপ্রাপ্তও ছিল সে।

৫. প্যাডকের বিরুদ্ধে পুলিসের খাতায় কোনও অভিযোগ নেই।

৬. পরিবারের দাবি, প্যাডকের কোনও মানসিক রোগ ছিল না

৭. প্যাডককে কোনও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেও দেখেননি তার আত্মীয়রা

৮. পরিবারের দাবি, স্টিফেন বরাবরই শান্ত স্বভাবের

৯. স্টিফেনের বাবা একজন ডাকাত ছিল

১০. পুলিসের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল স্টিফেনের বাবার 

.