পাঠশালায় পর্ন-পাঠ?

পর্নোগ্রাফি, সেক্সটিং, কনসেন্ট সেক্স এই তিন বিষয় পাঠ্য পুস্তকে নিয়ে আসার প্রস্তাব পেশ করল ব্রিটেন। শুধু তাই নয়, পাঠশালায় সেক্স এডুকেশন এবং রিলেশনশিপকেও আবশ্যিক করার জন্য প্রস্তাব পেশ করেছে সরকার। ব্রিটেনের এডুকেশন সেক্রেটারি জাস্টিন গ্রিনিং এই গোটা বিষয় সংবিধিবদ্ধ পাঠের জন্য আহ্বান করেছেন। এই প্রস্তাব সমর্থিত হলে ব্রিটেনে পাশ হতে পারে চিলড্রেন অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক বিল। আরও পড়ুন- পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে দশটা অবাক করা কথা

Updated By: Dec 19, 2016, 07:59 PM IST
পাঠশালায় পর্ন-পাঠ?

ওয়েব ডেস্ক: পর্নোগ্রাফি, সেক্সটিং, কনসেন্ট সেক্স এই তিন বিষয় পাঠ্য পুস্তকে নিয়ে আসার প্রস্তাব পেশ করল ব্রিটেন। শুধু তাই নয়, পাঠশালায় সেক্স এডুকেশন এবং রিলেশনশিপকেও আবশ্যিক করার জন্য প্রস্তাব পেশ করেছে সরকার। ব্রিটেনের এডুকেশন সেক্রেটারি জাস্টিন গ্রিনিং এই গোটা বিষয় সংবিধিবদ্ধ পাঠের জন্য আহ্বান করেছেন। এই প্রস্তাব সমর্থিত হলে ব্রিটেনে পাশ হতে পারে চিলড্রেন অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক বিল। আরও পড়ুন- পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে দশটা অবাক করা কথা

 

 

ব্রিটেনের শিক্ষামন্ত্রক থেকে বলা হয়, "সেক্স এডুকেশন, রিলেশনশিপ প্রভৃতি বিষয়গুলো কিশোর-কিশোরীদের মধ্যে প্রাপ্তবয়স্ক জীবনের বোধ তৈরি করতে সাহায্য করবে", তাই এর গুরুত্ব অপরিসীম। পর্নোগ্রাফি, সেক্সটিং, কনসেন্ট সেক্স ছাড়াও ডোমেস্টিক ভায়োলেন্স নিয়েও পড়াশুনা করানোর কথাও ভাবনা চিন্তায় রেখেছে ব্রিটেন।  আরও পড়ুন- এই কথাগুলো শুনলে আর হয়তো কোনও দিন পর্ন দেখবেন না

.