পাইলটের অসামান্য দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান, দেখুন সেই ভাইরাল ভিডিও

শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে থেকে হিথরোর উদ্দেশ্যে যাত্রা করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি

Updated By: Feb 10, 2019, 04:52 PM IST
পাইলটের অসামান্য দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান, দেখুন সেই ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: পাইলটের অসামান্য দক্ষতায় বাঁচল বিমান। রানওয়ে ছুঁয়েও বিমানটিকে আকাশে উড়িয়ে নিলেন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট। হিথরো বিমানবন্দরের ঘটনা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন-ফুচকা নিয়ে আর বাড়ি ফেরেনি স্বামী! বিধায়ক খুনে বিজেপির দিকেই অভিযোগের আঙুল স্ত্রীর

হায়দরাবাদ থেকে বিমানটি যাচ্ছিল লন্ডন। যাত্রাপথে কোনও সমস্যা না হলেও অবতরণ করার সময় সমস্যায় পড়ে বিমানটি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অবতরণের সময়ে হিথরো বিমানবন্দরে দমকা বাতাসে কাঁপতে থাকে ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি।

রানওয়ে ছোঁয়ার পরও সেটি ভয়ানক কেঁপে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বিমানটি রানওয়ে ছোঁয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিকে ফের বাতাসে তুলে নেন। এরপর আকাশে কয়েক চক্কর দেওয়ার পর সেটি নিরাপদভাবে অবতরণ করে। ওই ভিডিওটি নিজেদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে বিগ জেট টিভি। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন-তাঁর দিকেই অভিযোগের তির, বিধায়ক খুনে মুখ খুললেন মুকুল রায়

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের বিমানচালকদের কড়া প্রশিক্ষণ দেওয়া হয়। বিমানটি বিমানবন্দরের আকাশে কয়েক চক্কর দিয়ে তা নিরাপদে অবতরণ করে।

প্রসঙ্গত, শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে থেকে হিথরোর উদ্দেশ্যে যাত্রা করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি। 

.