১১৮ জন যাত্রী ও ক্রু মেম্বার সহ হাইজ্যাক লিবিয়ার বিমান
১১৮ জন যাত্রী ও ক্রু মেম্বার সহ হাইজ্যাক করা হল লিবিয়ার বিমান। নামানো হয়েছে মাল্টায়। হাইজ্যাকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
ওয়েব ডেস্ক : ১১৮ জন যাত্রী ও ক্রু মেম্বার সহ হাইজ্যাক করা হল লিবিয়ার বিমান। নামানো হয়েছে মাল্টায়। হাইজ্যাকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
Plane diverted to Malta after potential hijacking. Here's what we know so far https://t.co/mBewCaPFfa
— Sky News (@SkyNews) December 23, 2016
মাল্টার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আফ্রিকিয়াহ এয়ারওয়েজ এয়ারবাস A320 অপহরণ করা হয়েছে। বিমানের মধ্যে রয়েছে দুজন অপহরণকারী। বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। অপহরণের কথা টুইট করে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট। ঘটনাস্থলে উপস্থিত সুরক্ষা ও আপত্কালীন উদ্ধার দল।
Malta authorities are dealing with the "potential hijack" of a Libyan plane; 118 people are believed to be on board https://t.co/X9NEBpGub5 pic.twitter.com/kxWIkEz6jx
— CNN (@CNN) December 23, 2016
আরও পড়ুন, ভারত 'বখাটে ছেলে'! শাসানি চিনের