রোহিঙ্গাদের উপর অত্যাচারের নিন্দা করুক সু চি, অপেক্ষায় অনুজ নোবেল জয়ী মালালা

Updated By: Sep 4, 2017, 11:20 PM IST
রোহিঙ্গাদের উপর অত্যাচারের নিন্দা করুক সু চি, অপেক্ষায় অনুজ নোবেল জয়ী মালালা

ওয়েব ডেস্ক: আগ্রজের প্রতিক্রিয়ার অপেক্ষায় অনুজ। বিশ্ব তাঁদের দু'জনকেই চেনে নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসাবে। এবার সেই নবীন, মালালা উইসুফজাই অপেক্ষা করছেন অগ্রজ আউং সান সু চি-র নিন্দা প্রস্তাবের জন্য। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর চলা অকথ্য অত্যাচারের বিষয়ে নিন্দা ঝড়ে পড়ুক শান্তির জন্য নোবেল জয়ী লড়াকু সু চি-র গলায়, এমনটাই চান নির্ভীক মালালা। মালালা বলেছেন, সু চি-র মুখ থেকে রোহিঙ্গা ইস্যুতে সমালোচনা শোনার জন্য "বিশ্ব অপেক্ষা করছে এবং অপেক্ষা করছেন রোহিঙ্গারাও"।

প্রসঙ্গত, গত অক্টোবর থেকে মায়ানমারে চলা অত্যাচারে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ রোহিঙ্গা মুসলিম। এবিষয়ে রাষ্ট্রপুঞ্জ বারংবার সেদেশকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেও সেভাবে কোনও ফল মেলেনি। এদিকে, সরকারিভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচারের কথা কখনও স্বীকার করেনি মায়ানমার প্রশাসন ও সেদেশের সেনা। কিন্তু দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রাণ হাতে নিয়ে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে শরণার্থী হয়ে ঢুকছেন অসংখ্য রোহিঙ্গা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগানও রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে তীব্র সমালোচনা করেছেন এবং তুরস্কের তরফে জানানো হয়েছে, এবছর তারা ইসলামিক কো-অপারেশনের বৈঠক ডেকে রোহিঙ্গা ইস্যুটির সমাধান চাইবে।

.