জিন্স পরায় কটাক্ষ মালালা ইউসুফজাইকে, চলল তীব্র আক্রমণও
নিজস্ব প্রতিনিধি : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই আবার নতুন করে কলেজ জীবন শুরু করতে চান। সেই কথা প্রকাশ্যে আনার পর থেকেই সমালোচনা শুরু হয় তাঁকে নিয়ে। কিন্তু, সমালোচনার মাত্রা ছাড়িয়ে গেল, যখন জিন্স আর হিল পরে হাঁটতে দেখা গেল মালালা ইউসুফজাইকে।
আরও পড়ুন : দিওয়ালি 'মুবারক' বলে সমালোচিত কানাডার প্রধানমন্ত্রী
সম্প্রতি সোশ্যাল সাইটে নোবেলজয়ী কন্যা মালালার একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, লন্ডনের রাস্তায় জিন্স পরে হাঁটছেন মালালা। পায়ে যে জুতো রয়েছে, সেখানে হিল-এর ছোঁয়াও দেখা যায়। মালালার ওই ছবি ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কেন মালালা ওই ধরণের পোশাক পরেছেন বলে তোলা হয় প্রশ্ন। তবে মালালাকে জিন্স পরতে দেখা গেলেও, তাঁর মাথা কিন্তু ঢাকা ছিল দোপাট্টা দিয়েই। সে যা-ই হোক না কেন, মালালার ওই ছবি নিয়েই নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ শুরু করেছে।
দেখুন সেই ছবি..
That was the reason the bullet directly targeted her head long time ago.#MalalaYousafzai #UK pic.twitter.com/M1DGEhLwho
— Muhammad Waqas Awan (@Waqas6671) October 15, 2017
Mia khalifa part 2
— Waqas (@Waqas63763812) October 16, 2017
তবে মালালার সমর্থনেও অনেককে মুখ খুলতে দেখা গিয়েছে। যাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও রয়েছেন।
Malala Yousafzai Enters #Oxford. Her Dress Is Giving Burnol Moments To #Pakistan. Some Radical Morons Never Grow Up. #MalalaYousafzai pic.twitter.com/fM55FC1T9c
— Sir Ravindra Jadeja (@SirJadeja) October 16, 2017