রোমে মমতা-সুষমার একান্তে আলাপ

রোমে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টেরেসার সন্তায়নের পর হোটেলে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যান তিনি। বিদেশমন্ত্রী তখন বিশ্রাম নিচ্ছিলেন। পরে সুষমা স্বরাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত দশটায় দুজনের কথা হয়।

Updated By: Sep 5, 2016, 08:52 AM IST
রোমে মমতা-সুষমার একান্তে আলাপ

ওয়েব ডেস্ক: রোমে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টেরেসার সন্তায়নের পর হোটেলে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যান তিনি। বিদেশমন্ত্রী তখন বিশ্রাম নিচ্ছিলেন। পরে সুষমা স্বরাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত দশটায় দুজনের কথা হয়।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান! ভ্যাটিকানে 'মাদার' হলেন 'সেন্ট টেরিজা অফ ক্যালকাটা'

রোম সফরের গোড়া থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের টানাপোড়েন চলছে। হোটেলের ঘর অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ভারতীয় দূতাবাসের সাম্মানিক নৈশভোজেও যাননি তিনি। দূতাবাসের তরফে বারবার অনুরোধ সত্ত্বেও রবিবার VVIP এনক্লোজারে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বসেননি তিনি। বসেন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টারদের সঙ্গে। অনুষ্ঠানের পরে অবশ্য সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হোটেল থেকে সেন্ট পিটার্স স্কোয়ার হেঁটে গেলেন মুখ্যমন্ত্রী, বাংলা গানে মুখরিত রোমের রাস্তা!

.