জলের দরে তেল! সৌদি থেকে তেল আমদানি বন্ধের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

মঙ্গলবারই মে মাসের জন্য চুক্তির শেষদিন হওয়ায় আমেরিকায় অশোধিত তেলের আগাম দর নামমাত্র রয়ে গেল

Updated By: Apr 21, 2020, 07:38 PM IST
জলের দরে তেল! সৌদি থেকে তেল আমদানি বন্ধের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জলের দরে তেল! মার্কিন মুলুকে ব্যারেলে অশোধিত জ্বালানির দাম, শূন্য ডলারেরও নীচে নেমে গেল। মে মাসের আগাম দর, পরে অবশ্য কিছুটা বেড়ে, মাইনাস থেকে জিরো প্লাস হয়েছে। ঘরের বাজারে তেলের দাম ধরে রাখতে, সৌদি থেকে আমদানি বন্ধের সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

লকডাউনে রাস্তায় গাড়ি নেই। তাই তেলের চাহিদাও নেই। দেশের প্রায় সমস্ত শোধনাগার ভর্তি। তাই অশোধিত তেলের চাহিদাও তলানিতে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা টেক্সাস লাইট সুইট। কম ঘনত্বের কম সালফারযুক্ত এই তেলের দাম আমেরিকায় অশোধিত জ্বালানির প্রধান মূল্য সূচক। তাতেই বেনজির পতন।

আরও পড়ুন- র‌্যাপিড টেস্ট কিটে ভুল রেজাল্ট আসছে, পশ্চিমবঙ্গের পর এবার অভিযোগ রাজস্থান সরকারেরও

ভারতীয় সময় সোমবার রাতে মার্কিন মুলুকে ব্যারেল প্রতি এ অশোধিত তেলের মে মাসের আগাম দর শূন্য ডলারের নীচে নেমে যায়। নিউ ইয়র্কে বাজার বন্ধের সময় যা ছিল মাইনাস ৩৭.৬৩ ডলার, যা আগে কখনও হয়নি। তবে মঙ্গলবার বাজার খোলার পর ব্যারেল প্রতি তেলের দাম সামান্য বেড়ে ১.১০ ডলারে পৌঁছয়।

মঙ্গলবারই মে মাসের জন্য চুক্তির শেষদিন হওয়ায় আমেরিকায় অশোধিত তেলের আগাম দর নামমাত্র রয়ে গেল। করোনার জেরে মুখ থুবড়ে পড়া মার্কিন অর্থনীতির পক্ষে যা ভালো বিজ্ঞাপন নয় বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে, জুনে তেলের আগাম দর এখনই ২১ ডলারে পৌঁছেছে। রাশিয়া-সৌদি আরব দিনে ১০ মিলিয়ন ব্যারেল তেলের উত্‍পাদন কমানোর সিদ্ধান্ত নিলেও দাম পড়তেই থাকায় নানা মহলে বাড়ছে উদ্বেগ। অবস্থা সামাল দিতে সৌদি থেকে তেল আমদানি বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকায় তেলের আগাম দর শূন্যের নীচে নেমে যাওয়ায়, মন্দার আশঙ্কা আরও তীব্র হয়েছে। এদিন, সেনসেক্স ও নিফটি, দুই শেয়ার সূচকই প্রায় তিন শতাংশ পড়ে যায়।

.