নমোর নতুন ডিজিটাল স্বপ্ন, গুগলের সহযোগিতায় ভারতের ৫০০ রেল স্টেশনে ওয়াই ফাই পরিষেবা

গুগলের সহযোগিতায় পাঁচশোটি রেল স্টেশনে চালু হবে ওয়াই ফাই পরিষেবা। অপটিক ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌছবে ছয় লক্ষ গ্রামে। সিলিকন ভ্যালিতে নতুন ডিজিটাল স্বপ্নের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Sep 27, 2015, 08:49 PM IST
নমোর নতুন ডিজিটাল স্বপ্ন, গুগলের সহযোগিতায় ভারতের ৫০০ রেল স্টেশনে ওয়াই ফাই পরিষেবা

ব্যুরো: গুগলের সহযোগিতায় পাঁচশোটি রেল স্টেশনে চালু হবে ওয়াই ফাই পরিষেবা। অপটিক ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌছবে ছয় লক্ষ গ্রামে। সিলিকন ভ্যালিতে নতুন ডিজিটাল স্বপ্নের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত দুই দশকে আমূল বদলে গিয়েছে বিশ্ব। অন্তর্জালের হাত ধরে এখন নতুন সম্পর্কে বাঁধা পড়ছে  মানুষ। সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি জগতের কর্তাব্যক্তিদের সঙ্গে নৈশভোজে বললেন প্রধানমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও হট ফেভারিট মোদী। তথ্যপ্রযুক্তি বিশ্বের প্রাণকেন্দ্র থেকে আদায় করে নিলেন বেশ কিছু প্রতিশ্রুতি। গুগলের সাহায্যে পাঁচশোটি স্টেশন আসবে ওয়াইফাই পরিষেবার আওতায়। মাইক্রোসফটের অপটিক ফাইবারের মাধ্যমে ৬ লক্ষ গ্রামে সস্তার ব্রডব্যান্ড পরিষেবা। ভারতে ডিজিটাল ব্যবসায় নবাগতদের সহযোগিতায় দেড়শো মিলিয়ন মার্কিন ডলার লগ্নি করবে চিপ তৈরির সংস্থা কোয়ালকম। মোদীর অনুরোধে ভারতে একটি কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাপল সিইও টিম কুক।

 

.