কাটল H1B ফাঁড়া, চাকরি বাঁচল কয়েক লক্ষ ভারতীয়র

একপ্রকার বাধ্য হয়েই ওই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন

Updated By: Jan 9, 2018, 06:51 PM IST
কাটল H1B ফাঁড়া, চাকরি বাঁচল কয়েক লক্ষ ভারতীয়র

ওয়েব ডেস্ক: মার্কিন ‌যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য বিরাট স্বস্তি। এইচ-ওয়ানবি ভিসার শর্তে প্রস্তাবিত পরিবর্তন খারজি করল ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন সেদেশে কর্মরত কয়েক লক্ষ ভারতীয়।
এইচ-ওয়ানবি ভিসা পদ্ধতিতে বদল হলে ৬ বছর পর দেশে ফিরে আসতে বাধ্য হতেন প্রবাসীরা। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ৭.৫ লক্ষ ভারতীয় জীবিকাহানির হাত থেকে বাঁচলেন। 
সাধারণভাবে এইচ-ওয়ানবি ভিসাধারীরা ৬ বছরের মেয়াদ শেষ হলে প্রবাসীরা মর্কিন ‌যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিত্বের আবেদন করেন। সেই আবেদনের জবাব না মেলা পর্যন্ত সেদেশে থাকতে পারেন বিদেশি নাগরিকরা। নতুন পদ্ধতিতে ভিসার মেয়াদ ফুরালে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রস্তাব ছিল।
আরও পড়ুন-‘অসুখ ছড়িয়ে গোটা শরীরেই’, পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পরামর্শ কমিটির
এইচ-ওয়ানবি ভিসার ব্যবস্থা থাকায় অধিকাংশ মার্কিন কোম্পানি বিদেশ থেকে অতিদক্ষ কর্মী নিয়োগ করতে পারেন। মার্কিন ‌যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর অভাব থাকায় বিদেশি নাগরিকদের ওপরই ভরসা করে সংস্থাগুলি। এই ব্যবস্থার ফলে মার্কিনিরা কাজ হারাচ্ছেন বলে শোরগোল শুরু হয়েছিল ওবামার আমলেই। জনগণের সেই রোষকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভালই কাজে লাগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
শপথ নিয়েই ট্রাম্প মন্তব্য করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন নাগরিকদের গুরুত্ব সব থেকে বেশি। তাই কর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু তথ্যপ্রযুক্তি বা অন্যান্য ক্ষেত্রে কাজ করার জন্য যে সংখ্যায় বিশেষজ্ঞ কর্মীর প্রয়োজন তা নেই সেদেশে। ফলে একপ্রকার বাধ্য হয়েই ওই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন।

 

.