স্বাধীন পাকিস্তানের কপালে জুটল না পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রী

Updated By: Jul 28, 2017, 09:30 PM IST
স্বাধীন পাকিস্তানের কপালে জুটল না পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: অনেকে ভেবেছিলেন এবার হয়ত মুছবে পাক গণতন্ত্রের বিধির বিধান। কিন্তু না, নওয়াজ ততটাও শক্তিমান নন। ফলে, পাকিস্তানের আর পুরো মেয়াদের প্রধানমন্ত্রী পাওয়া হল না। স্বাধীন পাকিস্তানের বয়স ৭০ পেড়লেও এই দেশে আজ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয়ী একজন প্রধানমন্ত্রীও তাঁদের মেয়াদ শেষ করতে পারলেন না। কেবল মাত্র একটি গণতান্ত্রিক সরকারই সেদেশে পুরো মেয়াদ ক্ষমতায় থেকেছে, কিন্তু ইউসুফ রাজা গিলানির পদচ্যুতির পর দু'জন প্রধানমন্ত্রী দিয়ে সামাল দিতে হয়েছিল সেই সরকারকে। স্বাধীনতার পর থেকে অর্ধেকের বেশি সময় সেনা শাসনে কাটানো পাকিস্তান এর মধ্যে তিন বার সরকারের পতন চাক্ষুস করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজই পানামা গেট মামলায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তাঁর পদের থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে NAB-কে নির্দেশ দেওয়া হয়েছে শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আগামী ৬ সপ্তাহের মধ্যে ফৌজদারি মামলা রুজু করার জন্য।

.