চিনকে দোষারোপ নয়, সুর নরম ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদন: বেজিং-এ পা দিয়েই সুর নরম ডোনাল্ড ট্রাম্পের। 'চিনকে কোনও দোষারোপ করবো না' এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া, জাপান সফর সেরে বুধবারই ‘প্রতিদ্বন্দ্বী’ বেজিংয়ে পৌঁছন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।
আজ সেখানেই ট্রাম্প এবং চিনা প্রেসডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু আলোচনা হতে চলেছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বারংবার পরমাণু হুমকির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা যাচ্ছে।
Looking forward to a full day of meetings with President Xi and our delegations tomorrow. THANK YOU for the beautiful welcome China! @FLOTUS Melania and I will never forget it! pic.twitter.com/sQoUWIGAiQ
— Donald J. Trump (@realDonaldTrump) November 8, 2017
প্রসঙ্গত, বেজিংয়ের সঙ্গে পিয়ংয়ং-র বাণিজ্যিক সম্পর্ক সুমধুর। কিমের আক্রমণে যে সব ক্ষেত্রে মার্কিন স্বার্থে আঘাত লাগছে, সেখানে জিংপিং কী অবস্থান নেন সে দিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।
আরও পড়ুন- পিটিয়ে খুন ছেলেকে, মৃতদেহ নিয়ে ট্রেনসফরে মা!
ইতিমধ্যেই জিংপিং এবং ট্রাম্প যৌথভাবে ঘোষণা করেছেন, ২৫ হাজার কোটি ডলারে বাণিজ্যিক চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, এই অর্থের কতটা পরিমাণ দু'দেশের পুরনো চুক্তির মধ্যে ছিল।
আরও পড়ুন- নিজের মেয়েকে বিয়ে করাও শরিয়া বিরোধী নয়, নিদান এই মুসলিম ধর্মগুরুর
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য নেতাদের সঙ্গেও একধিক বৈঠক করবেন ট্রাম্প। নৈশভোজেও যোগ দেবেন তিনি, এমনটাও জানা যাচ্ছে।
President Xi, thank you for such an incredible welcome ceremony. It was a truly memorable and impressive display!https://t.co/J9x51h1LBe pic.twitter.com/g4Z7mO5cV9
— Donald J. Trump (@realDonaldTrump) November 9, 2017
এশিয় সফরে বেজিংয়ের পর এই সপ্তাহেই ভিয়েতনাম এবং ফিলিপিন্স যাবেন ডোনাল্ড ট্রাম্প।