পাকিস্তান বন্ধু না শত্রু? বিতর্ক মার্কিন সংসদে

Updated By: Jul 9, 2016, 03:23 PM IST
পাকিস্তান বন্ধু না শত্রু? বিতর্ক মার্কিন সংসদে

 

 

ওয়েব ডেস্ক: পাকিস্তান বন্ধু না শত্রু? তা স্থির করতেই বিতর্ক শুরু হতে চলেছে মার্কিন সংসদে। 

শীতযুদ্ধের সময় থেকেই পাকিস্তানের সঙ্গে কৌশলগত সমঝোতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধেও পাকিস্তানকে সহযোগী ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র। কিন্তু, পাকিস্তানেই লাদেনের হদিশ মেলার পর অভিযোগ ওঠে সন্ত্রাস ইস্যুতে দ্বিমুখী নীতি নিয়ে চলেছে পাকিস্তান। মার্কিন কংগ্রেসের একাংশের দাবি, এগারোই সেপ্টেম্বরের হামলার পর থেকে জঙ্গি দমনে পাকিস্তানকে কোটি কোটি ডলার অনুদান দিয়েছে আমেরিকা। বিনিময়ে কী মিলেছে? প্রশ্ন তুলছেন সাংসদরা। পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করেছে, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। তাই আমেরিকার পাকিস্তান নীতি ফের একবার খতিয়ে দেখতে বিতর্ক সভার ডাক দেওয়া হয়েছে। 

যে কারণে ভারতীয় তথ্যপ্রযুক্তিবিদরা কাজ হারাবেন

.