আদালতের রায়ে খোয়া গেল খোয়াজা আসিফের সাংসদ পদ

উসমান দর নামে তেহেরিক-ই-ইনসাফ দলের এক নেতা আসিফের বিরুদ্ধে বিদেশে কর্মরত থাকার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন

Updated By: Apr 26, 2018, 06:29 PM IST
আদালতের রায়ে খোয়া গেল খোয়াজা আসিফের সাংসদ পদ

নিজস্ব প্রতিবেদন: পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফের সাংসদ পদ খারিজ করল ইসলামাবাদ হাইকোর্ট। আরব আমিরশাহির একটি সংস্থায় কর্মরত থাকায় পাক সংবিধানের ৬২ (১)(এফ) ধারায় খোয়াজা আসিফের সাংসদ পদ খারিজ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ। পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আরব আমিরশাহির একটি সংস্থার কাছে মাসিক বেতন পেতেন তিনি।

আরও পড়ুন- বৌদ্ধ ধর্ম বেঁধেছে দু'দেশকে, মঙ্গোলিয়ায় পৌঁছে বললেন সুষমা

উসমান দর নামে তেহেরিক-ই-ইনসাফ দলের এক নেতা আসিফের বিরুদ্ধে বিদেশে কর্মরত থাকার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। ২০১৩ সালে নির্বাচনে আসিফের কাছে  পরাজিত হয়েছিলেন এই উসমান। তারপরই মামলা করেন তিনি। বৃহস্পতিবার, আদালত জানিয়ে দেয়, ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে খোয়াজা আসিফের প্রার্থীপদ ছিল বেআইনি। ওই নির্বাচনে আসিফের অংশগ্রহণকে অযোগ্য বলে জানায় আদালত।

আরও পড়ুন- শুক্রবার দুই কোরিয়ার প্রেসিডেন্ট সাক্ষাতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল তেহেরিক-ই-ইনসাফ দল। ওই দলের নেতা উসমান বলেন, “পার্লামেন্ট আসিফকে থেকে হটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তাতে সাফল্য মেলায় খুব খুশি।” 

আরও পড়ুন- চিন সফরে মোদী, কথা হতে পারে ডোকলাম নিয়েও

.