আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গিদের কোনঠাসা করতে সক্রিয় হল পাকিস্তান!

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গিদের কোনঠাসা করতে কিছুটা সক্রিয় হল পাকিস্তান। অন্তত সামনা সামনি লোক দেখিয়ে হলেও হতে পারে। পাঁচহাজার একশ জন সন্দেহভাজন জঙ্গির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে । সূত্রের খবর, তালিকায় রয়েছে জৈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও। শোনা যাচ্ছে, ওই অ্যাকাউন্টগুলিতে চল্লিশ কোটিরও বেশি টাকা রয়েছে।

Updated By: Oct 25, 2016, 09:41 AM IST
 আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গিদের কোনঠাসা করতে সক্রিয় হল পাকিস্তান!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গিদের কোনঠাসা করতে কিছুটা সক্রিয় হল পাকিস্তান। অন্তত সামনা সামনি লোক দেখিয়ে হলেও হতে পারে। পাঁচহাজার একশ জন সন্দেহভাজন জঙ্গির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে । সূত্রের খবর, তালিকায় রয়েছে জৈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও। শোনা যাচ্ছে, ওই অ্যাকাউন্টগুলিতে চল্লিশ কোটিরও বেশি টাকা রয়েছে।

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!

পাঠানকোটে হামলার পর পরেই ভারতের তরফে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করা হয়, মাসুদ সহ বেশ কয়েকজন জঙ্গির  ওপর অবিলম্বে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হোক। জঙ্গিদমনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে আমেরিকাও।তারপরেই এই পদক্ষেপ।

আরও পড়ুন  টাটা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে!

.