ভারতে হামলা চালাতে 'হালাল দস্তা' নামে নতুন জঙ্গি সংগঠন খুলল পাকিস্তান

Updated By: Oct 5, 2017, 05:32 PM IST
ভারতে হামলা চালাতে 'হালাল দস্তা' নামে নতুন জঙ্গি সংগঠন খুলল পাকিস্তান

ওয়েব ডেস্ক: ভারতে সন্ত্রাস ছড়াতে নতুন ছক কষছে আইএসআই। 'হালাল দস্তা' নামে একটি জঙ্গি সংগঠন খুলেছে তারা। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লস্কর-ই-তৈবার সদস্যদের নেওয়া হয়েছে এই নতুন সংগঠনে।     

পাক সেনার সঙ্গে তালমিল রেখে কাজ করবে হালাল দস্তা। সীমান্তে ভারতীয় জওয়ানদের উপরে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নতুন জঙ্গি সংগঠনকে। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনদের নিয়ে সম্প্রতি গোপন বৈঠক করেছেন পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরা। বৈঠকে ছিলেন জইশ-ই-মহম্মদ প্রধান সইদ সালাউদ্দিন। সেখানে কীভাবে হামলা চালানো হবে, তার নীল নকশা তৈরি করেছে আইএসআই। 

গত সপ্তাহে কুপওয়াড়া অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাক সীমান্তরক্ষা বাহিনীর কয়েকজন জওয়ান। তবে ভারতীয়দের প্রতিরোধের মুখে পালায় তারা। বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব জিম মাটিস মন্তব্য করেছিলেন, পাক সরকারের নিয়ন্ত্রণে নেই আইএসআই। তারা নিজেদের মতো বিদেশ নীতি নিয়ে চলছে। সন্ত্রাসবাদীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের।

আরও পড়ুন, আইএসআই-এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের ‌যোগ রয়েছে, জানাল মার্কিন ‌যুক্তরাষ্ট্র

 

 

 

.