আবুধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন নমো
আবুধাবির যুবরাজকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: আবুধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়। এদিন ব্যাপস স্বামীনারায়ণ মন্দিরের শিলান্যাস করে আবুধাবির যুবরাজকে ধন্যবাদ জানান মোদী।
আবুধাবির মাটিতে প্রথম মন্দিরের শিলান্যাস করে তার মূল ভবনটির মডেলও উন্মোচিত করেন মোদী। মন্দিরের প্রতিষ্ঠা করতে জমি দেওয়ার জন্য আবুধাবির যুবরাজকে বিশেষভাবে ধন্যবাদ জানান নমো। বিদেশমন্ত্রকের কথায়, ''আরব আমিরশাহিতে সহিষ্ণুতা ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠবে এই মন্দির।''
This is how the first Hindu temple in Abu Dhabi would look like once completed! PM @narendramodi unveiled the model of the temple and thanked the Crown Prince of Abu Dhabi for gracious donation of the land. The temple will be a testimony to UAE's commitment to tolerance & harmony pic.twitter.com/YvJFmzv6VZ
— Raveesh Kumar (@MEAIndia) February 11, 2018
আরও পড়ুন- আবুধাবির যুবরাজের মুখে 'জয় শ্রী রাম', ভাইরাল ভিডিও
দুবাইয়ে অনাবাসী ভারতীয়দের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''দেশ থেকে দূরে আবুধাবিতে নিজের ঘরের মতো থাকেন ৩০ লক্ষ ভারতীয়। আমাদের সভ্যতায় মন্দিরের সঙ্গে মানবিকতার সম্পর্ক। আমি বিশ্বাস করি, শুধু স্থাপত্যশৈলী ও বৈভবেই নয়, এই মন্দির 'বাসুধৈব কুটুম্বকম'-এর আদর্শও ছড়িয়ে দেবে গোটা বিশ্বে।''