উদ্ধার হল আরও ৪, গুহায় এখনও আটকে ৪ ফুটবলার-সহ কোচ

গত ২৩ মে থাম লিয়াং গুহায় ঘুরতে গিয়ে আটকে পড়ে ১২ জন খুদে ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচ। প্রবল বর্ষণে গুহা জলমগ্ন হয়ে গেলে বেরিয়ে আসতে পারেনি তারা

Updated By: Jul 9, 2018, 06:29 PM IST
উদ্ধার হল আরও ৪, গুহায় এখনও আটকে ৪ ফুটবলার-সহ কোচ
উদ্ধার করার মুহূর্তে। ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: সোমবার উদ্ধার করা হল আরও ৪ কিশোরকে। জানা যাচ্ছে এই মুহূর্তে এ দিনের মতো উদ্ধারকার্য বন্ধ রাখা হয়েছে। এখনও গুহার ভিতর আটকে রয়েছে ৪ ফুটবলার এবং তাদের কোচ। সব নিয়ে মোট ৮ জনকে নিরাপদ স্থানে নিয়ে আসতে পেরেছে সেনা। চিয়াং রাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

আরও পড়ুন- থাইল্যান্ডের উদ্ধারকাজের সুবিধার জন্য সাবমেরিন পাঠাল স্পেসএক্স

গত ২৩ মে থাম লিয়াং গুহায় ঘুরতে গিয়ে আটকে পড়ে ১২ জন খুদে ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচ। প্রবল বর্ষণে গুহা জলমগ্ন হয়ে গেলে বেরিয়ে আসতে পারেনি তারা। দু’সপ্তাহের বেশি ওই গুহায় কাটাতে হচ্ছে। ন’দিন পর তাদের খোঁজ মিললেও, প্রবল বর্ষণ এবং গুহার ভিতর দুর্গম পথে উদ্ধারকার্য ব্যাহত হয়।

আরও পড়ুন- বিমানবন্দর বিক্রি করতে চাইছে শ্রীলঙ্কা, ভারত কিনলে লাভ কী?

থাম লুয়াং ন্যাং নন গুহার মুখ থেকে আটকে পড়া ফুটবলারদের অবস্থানের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এর মাঝামাঝি জায়াগায় নৌসেনার একটি কম্যান্ড সেন্টার তৈরি করা হয়েছে। সেখান থেকেই বাইরের সেনা আধিকারিকের সঙ্গে ফুটবলারদের সংযোগ স্থাপন করছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন- গুহায় শিশুদের আটকে পড়ার দায় নিয়ে আবেগঘন চিঠি কোচের, উত্তর দিলেন পরিজনরাও

.