ট্রাম্প প্রশাসনে বড়সড় রদবদল, বিদেশ সচিবকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পকে অজ্ঞ বলে আক্রমণ করেন টিলারসন। পাল্টা টিলারসনকে আইকিউ টেস্টে চ্যালেঞ্জ করেন মার্কিন প্রেসিডেন্ট

Updated By: Mar 13, 2018, 08:04 PM IST
ট্রাম্প প্রশাসনে বড়সড় রদবদল, বিদেশ সচিবকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন: প্রেসিডেন্টের কোপে পড়লে এরকমই হয়। গত অক্টোবরের ক্ষোভ প্রকাশ পেল এতদিনে।

মার্কিন বিদেশ সচিবের পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই জায়গায় এলেন সিআইএ-র প্রধান মাইক পম্পিও। অন্যদিকে, সিআইএর-র দায়িত্ব সামলাবেন জিনা হ্যাসপেল। মার্কিন গোয়েন্দা সংস্থায় এই প্রথম কোনও মহিলা সর্বোচ্চ দায়িত্বে এলেন।

আরও পড়ুন-বউমাকে অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করতেন শাশুড়ি, এরপর...

মার্কিন প্রশাসনের এই বিরাট রদবদলের কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর কথায়, ’সিআইএ-র ডিরেক্টর মাইক পম্পিও হবে বিদেশ সচিব। আশা করি উনি ভালোভাবেই দায়িত্ব সামলাবেন। রেক্স টিলারসনকে তাঁর কাজের জন্য ধন্যবাদ। জিনা হ্যাসপেল হবেন নতুন সিআইএ প্রধান।’

মার্কিন ‌যক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পরই মনে করা হচ্ছিল, প্রশাসনে কোনও বড় রদবদল করবেন ট্রাম্প। গত অক্টোবরেই এক একটা জায়গা তৈরি হয়ে ‌যায়। রেক্স টিলারসন ও ডেনাল্ড ট্রাম্পের সংঘাত প্রকাশ্যে চলে আসে। সে সময় ট্রাম্পকে অজ্ঞ বলে আক্রমণ করেন টিলারসন। পাল্টা টিলারসনকে আইকিউ টেস্টে চ্যালেঞ্জ করেন মার্কিন প্রেসিডেন্ট। অভি‌যোগ ছিল, টিলারসন নিজের মতো কাজ করেন। অনেকসময় প্রেসিডেন্টের কথাও শোনেন না।

.