ক্রমশ শক্ত হচ্ছে পায়ের তোলার মাটি, তৃতীয় রাউন্ডেও এগিয়ে সুনক, পোঁছবেন শেষ দুইয়ে?

জনসন জুলাইয়ের শুরুতে টোরি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি বলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন। এর এক মাস আগেই, জনসন ৩৫৯ কনজারভেটিভ পার্টির সাংসদের মধ্যে ২১১ জনের সমর্থন জিতে সফলভাবে আস্থা ভোটে জয়লাভ করেন।

Updated By: Jul 19, 2022, 11:33 AM IST
ক্রমশ শক্ত হচ্ছে পায়ের তোলার মাটি, তৃতীয় রাউন্ডেও এগিয়ে সুনক, পোঁছবেন শেষ দুইয়ে?
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরিস জনসনের বদলে নতুন প্রধানমন্ত্রী কে হবেন সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিরতেনে। কনজারভেটিভ পার্টির অন্দরে শুরু হয়েছে নেতা বেছে নেওয়ার ভোট প্রক্রিয়া। আর সেখানেই শেষ রাউন্ডের ভোটে সোমবার সকলকে পিছনে ফেলে ফের শীর্ষে প্রাক্তন চ্যান্সেলর অফ এক্সচেকার ঋষি সুনক।

ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন অর্থমন্ত্রী তৃতীয় রাউন্ডের ভোটে ১১৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা, বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট পেয়েছেন ৮২টি ভোট। তৃতীয় রাউন্ডের শেষে পেনির তুলনায় অনেকটাই এগিয়ে ঋষি।

শেষ তুলনায় ১৪টি ভোট বাড়িয়েছেন সুনক। শেষ ভোটে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১০১। তৃতীয় রাউন্ডের শেষে দৌড় থেকে ছিটকে গেলেন টরি ব্যাকবেঞ্চার এবং হাউস অফ কমন্স ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত। তার ভোট সংখ্যা ৩২ থেকে কমে হয় ৩১।

পেনির পরে তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন বিদেশ সচিব লিজ ত্রাস। তিনি পেয়েছেন ৭১ ভোট। প্রাক্ত ইকুইটি মন্ত্রী কেমি বাডেনচ পেয়েছেন ৫৮ ভোট। এই নির্বাচনে ম্যাজিক সংখ্যা ১২০। যে প্রার্থী কমপক্ষে ১২০ জন কনজারভেটিভ পার্টির পার্লামেন্টারিয়ানদের সমর্থন অর্জন করেন, তারা দুইজন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দিতা টোরি সদস্যদের ভোটের জন্য লড়েন।

প্রতিদ্বন্দ্বীদের তালিকা আরও ছোট করতে মঙ্গলবার পরবর্তী রাউন্ডের ভোট হবে বলে মনে করা হচ্ছে। ভোটের সময় নিরধারণ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে প্রতিদ্বন্দিতা দুইজন প্রার্থী মধ্যে নিয়ে আসতে হবে।

চূড়ান্ত দুই প্রার্থীকে এরপরে প্রায় কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে ১৬০,০০০ যোগ্য ভোটার ভোট দেবেন। ৫ সেপ্টেম্বর নতুন টোরি নেতা এবং প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার সোমবার একটি আস্থা ভোট জিতেছে। গভর্নিং কনজারভেটিভ পার্টির সদস্যরা একটি জাতীয় নির্বাচন এড়াতে ডিসপেনশনের সমর্থনে ভোট দিয়েছে।

সরকার ৩৪৯ ভোট পায় এবং এর বিরুদ্ধে যায় ২৩৮ ভোট।

আরও পড়ুন: Prolonged Heatwave: কেন বিশ্ব জুড়ে এত তীব্র তাপপ্রবাহ? কী ভাবে বাঁচবেন?

বিরোধী লেবার পার্টি অবিলম্বে অন্য কাউকে জনসনের জায়গায় বসানোর দাবি করার। এরপরেই আস্থা ভোট অনুষ্ঠিত হয়।

জনসন জুলাইয়ের শুরুতে টোরি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি বলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন। এর এক মাস আগেই, জনসন ৩৫৯ কনজারভেটিভ পার্টির সাংসদের মধ্যে ২১১ জনের সমর্থন জিতে সফলভাবে আস্থা ভোটে জয়লাভ করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.