ঝাঁ চকচকে উন্নতি প্রযুক্তির গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনছে স্যামসং

গ্যালাক্সি গ্র্যান্ড মোবাইল ফোনের চোখধাঁধানো সাফল্যের পথ ধরে গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনতে চলেছে স্যামসং। যদিও এই নতুন মোবাইল ফোনের দাম ও কবে থেকে বাজারে এই ফোন পাওয়া যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত স্যামসং-এর তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Updated By: Nov 26, 2013, 05:00 PM IST

গ্যালাক্সি গ্র্যান্ড মোবাইল ফোনের চোখধাঁধানো সাফল্যের পথ ধরে গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনতে চলেছে স্যামসং। যদিও এই নতুন মোবাইল ফোনের দাম ও কবে থেকে বাজারে এই ফোন পাওয়া যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত স্যামসং-এর তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ এই ফোনে স্মার্ট ফোনে থাকছে ১.২ GHz quad-core প্রসেসর। র‍্যাম থাকছে ১.৫ GB। এলইডি ফ্ল্যাশ সহ ১.৯ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোন চলবে অ্যানড্রয়েড ৪.৩ জেলি বিনের সাহায্যে।
সাদা, কালো ও গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে।
গ্যালাক্সি এস ফোর ও গ্যালাক্সি নোট থ্রি-এর বিশেষ কিছু জনপ্রিয় ফিচারস ও নতুন এই ফোনে থাকছে।
এক নজরে গ্যালাক্সি গ্র্যান্ড টু
1.2GHz quad-core processor
5.2-inch HD TFT display
720x1280 pixels screen resolution
1.5GB of RAM
Android 4.3 Jelly Bean
8-megapixel camera with LED flash
1.9-megapixel front-facing camera
8GB inbuilt storage, expandable up to 64GB using microSD card
2600mAh battery

.