হোয়াইট হাউসের সামনে গুলি, চাঞ্চল্য ওয়াশিংটনে

হোয়াইট হাউসের কাছে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওয়াশিংটন ডিসি স্ট্রিটে। গতকাল রাতে হঠাতই গুলি চালিয়ে চম্পট দেয় দুটি গাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউস সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

Updated By: Nov 12, 2011, 11:18 AM IST

হোয়াইট হাউসের কাছে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওয়াশিংটন ডিসি স্ট্রিটে। গতকাল রাতে হঠাতই গুলি চালিয়ে চম্পট দেয় দুটি গাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউস সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে, হোয়াইট হাউসকে লক্ষ্য করেই গুলি ছোঁড়া হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত নয় সিক্রেট সার্ভিস। যে দুষ্কৃতী গুলি চালিয়েছিল, তাকে সম্ভবত ওয়াশিংটনের রুজভেল্ট সেতুর ওপর দিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে বলে দাবি করেছে সিক্রেট সার্ভিস। এই মুহূর্তে ক্যালিফোর্নায়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেইন ওবামা। অ্যাপেক সম্মেলনে অংশ নিতে তাঁর হাওয়াই দ্বীপপুঞ্জে যাওয়ার কথা।

.