সাঁতার কাটতে কাটতে হঠাত্ দেখলেন, আপনি শূন্যে ভাসছেন! (দেখুন Video)
শরীরের ক্লান্তি দূর করতে সাঁতারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হয় না। সুইমিং পুলের নীল জলে একবার শরীর ডুবিয়ে দিতে পারলেই, সব টায়ার্ডনেস যেন নিমেষে হাওয়া। একেবারে ফুল রিল্যাক্সড বডি। কিন্তু এরকম সুইমিং পুলে সাঁতার কাটার দম কি আপনার আছে? দেখুন-
ওয়েব ডেস্ক : শরীরের ক্লান্তি দূর করতে সাঁতারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হয় না। সুইমিং পুলের নীল জলে একবার শরীর ডুবিয়ে দিতে পারলেই, সব টায়ার্ডনেস যেন নিমেষে হাওয়া। একেবারে ফুল রিল্যাক্সড বডি। কিন্তু এরকম সুইমিং পুলে সাঁতার কাটার দম কি আপনার আছে? দেখুন-
হাউজটনের ৪০ তলা বহুতল। তার ছাদেই তৈরি হয়েছে এই রোমাঞ্চকর সুইমিং পুল। যার নাম দেওয়া হয়েছে 'স্কাই পুল'। ৪০ তলা বহুতলের মাথায় বলে সুইমিংপুলটির যে এরকম নাম দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। চমক অন্য জায়গায়... সুইমিং পুলের ৮ ইঞ্চি পুরু কাঁচের মেঝে ছাদের ধার থেকে এগিয়ে গেছে আরও ১০ ফিট। মজা সেখানেই... উপরে খোলা আকাশ, আর নীচে রাস্তায় গাড়ি চলছে। মনে হবে, মাঝখানে আপনি যেন 'পাখির মত' শূন্যে ভাসছেন।
উচ্চতায় যাদের ভয়, তাঁরা এখানে গেলে ভিরমি খেতে পারেন। কারণ এখানে সাঁতার কাটতে গেলে বুকে সত্যিই ঢক থাকা চাই।
আরও পড়ুন, বিয়ে 'বাঁচাতে' টাকার বিনিময়ে পরপুরুষের শয্যাসঙ্গী হচ্ছেন স্ত্রী-রা!