ভারতে বিজ্ঞাপনে মৃত ইউরোপীয় ছাত্রীর ছবি!

তাঁর মৃত্যু হয়েছে প্রায় ৫ বছর হতে চলল। অথচ দক্ষিণ ভারতের একটি বেসরকারি কনসালটেন্সি কোম্পানির হোর্ডিং-এ ব্যবহার করা হয়েছে সেই মৃত ইউরোপীয় ছাত্রীরই ছবি। গোটা বিষয়টি ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

Updated By: Mar 22, 2012, 04:12 PM IST

তাঁর মৃত্যু হয়েছে প্রায় ৫ বছর হতে চলল। অথচ দক্ষিণ ভারতের একটি বেসরকারি কনসালটেন্সি কোম্পানির হোর্ডিং-এ ব্যবহার করা হয়েছে সেই মৃত ইউরোপীয় ছাত্রীরই ছবি। গোটা বিষয়টি ঘিরেই তৈরি হয়েছে রহস্য।
২০০৮ সালের ৫ মার্চ অপহরণ করে গুলি করে খুন করা হয় নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইভ কারসনকে। এই খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে লরেন্স লভেটে জুনিয়র ও ডিমারিয়ো অ্যাটওয়াটার নামে ২ ব্যক্তিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার একটি খবরের কাগজে প্রকাশিত খবর অনুযায়ী, রহস্যজনক ভাবে দক্ষিণ ভারতের কেরলে একটি বেসরকারি কনসালটেন্সি ফার্মের হোর্ডিং-এ কারসনের ছবিই ব্যবহার করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পশ্চিমি দেশে চাকরি দেওয়া বলে বিজ্ঞাপন দেয়এই কনসালটেন্সি সংস্থাটি।
কিন্তু বিজ্ঞাপনে মৃত কারসনের ছবিই কেন ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁদের বক্তব্য, বিষয়টি সম্বন্ধে তাঁরা কিছুই জানেন না।

.