সিরিয়ায় রুশ যুদ্ধবিমান গুলি করে নামাল জঙ্গিরা
উত্তর - পশ্চিম সিরিয়ার ওই এলাকা হায়াত আল শাম নামে জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণাধীন। আল কায়দার এই শাখা সংগঠনের ঘাঁটিতে লাগাতার বিমানহানা চালাচ্ছিল রুশ বাহিনী। গুলি করে বিমান নামানোর কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। তবে পাইলটের ব্যাপারে উচ্চবাচ্য করেনি তারা।
ওয়েব ডেস্ক: সিরিয়ায় রুশ যুদ্ধবিমান গুলি করে নামাল জঙ্গিরা। দুর্ঘটনা থেকে বাঁচলেও অবতরণের পর পাইলটকে গুলি করে মারে জঙ্গিরা। রুশ বায়ুসেনার তরফে ঘটনার কথা স্বীকার করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর - পশ্চিম সিরিয়ার ইদলিব শহরে জঙ্গিদের বিরুদ্ধে বিমানহানা চালাচ্ছিল রুশ বিমানবাহিনী। তখনই সুখোই - ২৫ বিমানটিকে গুলি করে নামায় জঙ্গিরা। রুশ বাহিনীর দাবি, পরিবহণযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামানো হয়েছে বিমানটিকে। বিমানটি ভেঙে পড়ার আগে বাহিনীর কাছে বার্তাও পাঠিয়েছেন পাইলট। রুশ বিমানবাহিনীর দাবি, পাইলট হাতে যা সময় পেয়েছিলেন তাতে তিনি নিশ্চিতভাবে ইজেকশন পদ্ধতিতে প্রাণ বাঁচাতে পেরেছেন। বিমান ভেঙে পড়ার পর জঙ্গি অধ্যুষিত ওই একাতেই প্যারাসুটে করে অবতরণ করেন পাইলট। এর পরই তাঁকে গুলি করে খুন করা হয়।
আরও পড়ুন - ভারতের চাপে নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে আমাকে বন্দি করেছিল পাকিস্তানই
উত্তর - পশ্চিম সিরিয়ার ওই এলাকা হায়াত আল শাম নামে জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণাধীন। আল কায়দার এই শাখা সংগঠনের ঘাঁটিতে লাগাতার বিমানহানা চালাচ্ছিল রুশ বাহিনী। গুলি করে বিমান নামানোর কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। তবে পাইলটের ব্যাপারে উচ্চবাচ্য করেনি তারা।