রফা করলেন ট্রাম্প

আড়াই কোটি ডলারে রফা করলেন ট্রাম্প। হ্যাঁ, রফাই বটে। আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প সম্প্রতি তাঁর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা মামলার ব্যাপারে আর্থিক রফা করে নিলেন মামলাকারীদের সঙ্গে। কিন্তু কিসের মামলা?

Updated By: Nov 20, 2016, 08:50 PM IST
রফা করলেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: আড়াই কোটি ডলারে রফা করলেন ট্রাম্প। হ্যাঁ, রফাই বটে। আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প সম্প্রতি তাঁর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা মামলার ব্যাপারে আর্থিক রফা করে নিলেন মামলাকারীদের সঙ্গে। কিন্তু কিসের মামলা?

বছর পাঁচেক আগে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। অভিযোগে বলা হয়েছিল ভর্তির সময় প্রত্যেক ছাত্রের থেকে পঁয়ত্রিশ হাজার ডলার করে নেওয়া হলেও প্রয়োজনীয় বিষয় শেখানোই হয়নি। ছাত্ররা এমনও দাবি করেছেন যে, 'প্লেসমেন্টের' ক্ষেত্রেও কোনও ব্যবস্থা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- শুধু চাইনিজ গ্যাজেট নয়, চিটিংয়ের কথাটাও জেনে রাখুন

ট্রাম্প কখনই এসব অভিযোগ মানতে চাননি। কিন্তু আজ তিনি এই মামলাগুলি টাকার বিনিময়ে রফা করে নিলেন। অনেকেই মনে করছেন, ওভাল অফিসের গুরু দায়িত্ব হাতে নেওয়ার আগে অতীতের এইসব 'মামুলি' ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে নিতে চাইছেন নিউইয়র্কের কোটিপতি ব্যবসায়ী।

আরও পড়ুন- গোপনে পরমাণু অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান

তবে, ট্রাম্প কখনই আদালতে এইসব মামলার প্রেক্ষিতে ক্ষমা চাননি বা নিজের ভুলও স্বীকার করেননি। কিন্তু মামলাকারীরা এই আর্থিক বোঝাপড়াকে নিজেদের বিরাট জয় বলে মনে করছেন।

.