ম্যাখো পরামর্শে প্যারিস চুক্তিতে ফেরার ইঙ্গিত ট্রাম্পের

Updated By: Jul 14, 2017, 01:22 PM IST
ম্যাখো পরামর্শে প্যারিস চুক্তিতে ফেরার ইঙ্গিত ট্রাম্পের

ওয়েব ডেস্ক: প্যারিস পরিবেশ চুক্তিতে ফেরার ইঙ্গিত দিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের আমেরিকা যে পরিবেশ চুক্তিতে ফিরছেই তা হলফ করে বলা যাচ্ছে না এখনই, তিনি শুধু বলেছেন 'ভেবে দেখবেন'। ফ্রান্সের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাখোর পরামর্শেই ট্রাম্পের এমন অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। শোনা যাচ্ছে, পরিবেশ চুক্তিতে ফিরে আসার প্রয়োজনীয়তার কথা সবিস্তারে ট্রাম্পকে বুঝিয়েছেন ম্যাখো। আর তারপরই ট্রাম্পের উক্তি, "আমরা এই বিষয়ে আগামী দিনে আলোচনা চালাব এবং বিষয়টি (চুক্তিতে আমেরিকার ফিরে আসা) যদি সত্যিই ঘটে তাহলে তা দারুণ হবে"।

প্রসঙ্গত, এই বছর জুন মাসে প্যারিস পরিবেশ চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয় ট্রাম্প। নির্বাচনের প্রচারের সময় থেকেই প্যারিস চুক্তির সম্পর্কে খড়গহস্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেদিনও তাঁর দাবি ছিল, এই চুক্তির ফলে পিছিয়ে পড়ছে মার্কিন শিল্প। পরবর্তী কালে দেশের প্রেসিডেন্ট হয়ে 'কথা রেখে' আমেরিকাকে চুক্তি থেকে সরিয়ে আনেন ট্রাম্প। সমগ্র দুনিয়া জুড়ে ট্রাম্পের এই সিদ্ধান্তে তৈরি হয় প্রবল আলোড়ন, ধেয়ে আসে বিভিন্ন মহলের সমালোচনাও। তবুও ভ্রুক্ষেপ করেননি ট্রাম্প। উল্টে বলেছেন, ভারতের মতো দেশ এই চুক্তির ফলে কোটি কোটি ডলার অনুদান পাচ্ছে বলেই তারা এই চুক্তির পক্ষে। সেই ট্রাম্পকে এমন কট্টর অবস্থান থেকে 'ভেবে দেখা'র পর্যায়ে নিয়ে আসতেপারাকেই আন্তর্জাতিক মহল আপাতত এককালের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার তথা বর্তমান ফরাসি প্রেসিডেন্টের উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছে। অনেকে এও বলছেন, করমর্দনে ওস্তাদ ট্রাম্পকে প্রথম আলাপচারিতাতেই 'পাল্টা দৃঢ়' করমর্দন করে ম্যাখো বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি একটু অন্য রকম। এবার বোধ হয় সেই অন্য রকম আন্তর্জাতিক সমীকরণের পূর্বাভাষ পাচ্ছে দুনিয়া। (আরও পড়ুন- মুক্তি পেয়েই চিরমুক্তির দেশে লিউ জিয়াবো)

.