ফ্রান্সে দুটি সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

ফ্রান্সের দক্ষিণপূর্বে ভার এলাকায় শুক্রবার মহড়া দেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়  ওই দুই হেলিকপ্টারের। ভয়াবহ সংঘর্ষে কারসেস লেকে ভেঙে পড়ে হেলিকপ্টারগুলি। পুলিস জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে।

Updated By: Feb 2, 2018, 07:43 PM IST
ফ্রান্সে দুটি সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সের ভার এলাকায় ভেঙে পড়ল দুটি সেনা হেলিকপ্টার। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এই দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন।

আরও পড়ুন- ভিডিও গেম খেলে প্যারালাইজড চিনা তরুণ

ফ্রান্সের দক্ষিণপূর্বে ভার এলাকায় শুক্রবার মহড়া দেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়  ওই দুই হেলিকপ্টারের। ভয়াবহ সংঘর্ষে কারসেস লেকে ভেঙে পড়ে হেলিকপ্টারগুলি। পুলিস জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। একটি হেলিকপ্টারে তিন জন ও অন্যটিতে ২ সেনা ছিলেন বলে জানাচ্ছেন পুলিস। তবে, কী কারণে সংঘর্ষ হল তা খতিয়ে দেখছে ফ্রান্সের সেনা।

আরও পড়ুন- প্রকাশ্য রাস্তায় হিজাব খুলে প্রতিবাদ ইরানের মহিলাদের

ফরাসি মিলিটারিতে ১৯৭০ সাল থেকে ব্যবহার হয়ে আসছে পাঁচ আসনের ওই গেজেল হেলিকপ্টারগুলি। সন্ত্রাস দমনে মালিতে এই হেলিকপ্টারগুলি ব্যবহার করা হতো। এর আগে ২০০৩ সালে এমনই একটি গেজেল হেলিকপ্টার ভেঙে ৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন- ব্রিটেনের এই মহিলা পিঠে করে বয়ে বেড়াচ্ছেন নিজের হৃদপিণ্ড

.